পরের বছর, গ্রুপ চ্যাটিংয়ের ফিচার এবং ২০২৭ সাল নাগাদ অন্য অ্যাপের বন্ধুদের সঙ্গে গ্রুপ ভয়েস ও ভিডিও কলের ফিচারও আসবে।
Published : 09 Sep 2024, 01:19 PM
ইউরোপজুড়ে থার্ড-পার্টি চ্যাটিং অ্যাপের সঙ্গে ইন্টারঅপারেবিলিটি বা সংযোগ স্থাপনে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পরিবর্তন করছে মেটা। কোম্পানি দেখিয়েছে কীভাবে অ্যাপদুটি নতুনভাবে কাজ করবে।
আগের বিভিন্ন প্রতিবেদন অনুসারে, ইইউ’র ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)’র নিয়ম কার্যকর হওয়ার পরেই গত বছর থার্ড পার্টি চ্যাটিং চালু করার জন্য মেটা কাজ শুরু করে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
ডিএমএ আইনের অধীনে ‘গেইটকিপার’ বা খাতের বড় কোম্পানি ও প্ল্যাটফর্মগুলোকে থার্ড-পার্টি বিভিন্ন কোম্পানির সঙ্গে ‘ইন্টারঅপারেবিলিটি’ বা মিলেমিশে কাজ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। কারণ এ আইন বড় কোম্পানিগুলোকে নিজস্ব পরিষেবার প্রতি পক্ষপাতিত্ব নিষিদ্ধ করে।
মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট বলছে, নতুন এ অভিজ্ঞতার রূপরেখা তৈরিতে তারা সম্ভাব্য অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করেছে।
পরিবর্তনের অংশ হিসেবে, ইইউ অঞ্চলের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের জন্য নতুন নোটিফিকেশনের নকশা আসছে। থার্ড পার্টি কোনো পরিষেবা ব্যবহারের সুযোগ থাকলে সে বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করবে এটি।
কোন থার্ড-পার্টি অ্যাপ থেকে বার্তা পেতে চান সেটিও ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন। পাশাপাশি, এসব বার্তার জন্য একটি আলাদা ইনবক্সও বেছে নিতে পারেন তারা। আবার কেউ চাইলে একই ইনবক্সে থার্ড-পার্টি অ্যাপের বার্তাও পেতে পারেন।
এ ছাড়া, থার্ড-পার্টি চ্যাটিংয়ে অন্যান্য মেসেজিং ফিচারও থাকবে। ব্যবহারকারীরা নির্দিষ্ট বার্তার রিয়্যাক্ট করতে পারবেন, সরাসরি উত্তর দিতে পারবেন। পাশাপাশি, অন্যকেউ টাইপ করার সময় তা দেখতে পারবেন।
পরের বছর, গ্রুপ চ্যাটিংয়ের ফিচার এবং ২০২৭ সাল নাগাদ অন্য অ্যাপের বন্ধুদের সঙ্গে গ্রুপ ভয়েস ও ভিডিও কলের ফিচারও আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
“যখন কোনো থার্ড-পার্টি মেসেজিং পরিষেবা নিরাপদ উপায়ে তাদের প্রযুক্তি তৈরি করে পরীক্ষা করবে, তখন ব্যবহারকারীরা এর নোটিফিকেশন পেতে শুরু করবে।” – ব্যাখ্যা করেছে মেটা। ফলে সবার পছন্দের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে একত্রিত নাও হতে পারে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
তবে, কোম্পানিটি আরও বলেছে তারা এর প্রসার বাড়াতে অন্যান্য পরিষেবাগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবে।