ট্রাম্পের বাণিজ্য নীতি বড় অবকাঠামো নির্মাণ পরিকল্পনাকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে, যা এরইমধ্যে ওয়াল স্ট্রিটে অনিশ্চয়তা তৈরি করেছে।
Published : 06 Apr 2025, 03:05 PM
জানুয়ারিতে ডেটা সেন্টার নির্মাণে আট হাজার কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। এর পরই হয়তো এরইমধ্যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা গুলোর মধ্যে সমন্বয় করতে শুরু করেছে আমেরিকান এই প্রযুক্তি জায়ান্ট।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গকে একটি সূত্র বলেছে, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইলিনয়, নর্থ ডেকোটা ও উইসকনসিনে ডেটা সেন্টার তৈরির প্রচেষ্টার গতি কমিয়েছে সফটওয়্যার জায়ান্টটি।
কোম্পানিটির অভ্যন্তরীণ ব্যক্তিরা ব্লুমবার্গকে বলেছেন, কিছু ক্ষেত্রে ডেটা সেন্টার নির্মাণের আলোচনা থেকে সরে এসেছে মাইক্রোসফট, আবার কিছু ক্ষেত্রে পরিকল্পিত নির্মাণ প্রকল্পের কাজের গতি কমিয়েছে তারা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে আরও সক্ষমতা বিকাশে মাইক্রোসফটের প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে এসব ডেটা সেন্টারের থাকার কথা।
কোম্পানিটির কাজের দৃষ্টিভঙ্গিতে এমন আপাত বদলের পরও মাইক্রোসফটের এক প্রতিনিধি ব্লুমবার্গকে বলেছেন, ২০২৫ অর্থবছরে ডেটা সেন্টারগুলোতে আট হাজার কোটি ডলার ব্যয়ের বাজেট ধরে রাখার পরিকল্পনা রয়েছে তাদের।
এর আগে, ভাইস চেয়ার ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের এক ব্লগ পোস্টেও এমন ইঙ্গিতই মিলেছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেকের কয়েকদিন আগে প্রকাশিত ওই পোস্টে নতুন মার্কিন প্রশাসনের প্রতি কিছু অনুকূল ভাষাও প্রয়োগ করেছেন তিনি।
সে সময় ব্র্যাড লেখেন, “এআই বিকাশের এমন দৃষ্টিভঙ্গি অনুসরণ করা ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে এআই নীতির জন্য যে সব মৌলিক ধারণা ছিল, সেগুলো গড়ে তোলার একটি অনন্য সুযোগ রয়েছে। মাইক্রোসফটে আমরা এই যাত্রায় অংশ নিতে পেরে আনন্দিত।”
কিছু ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা থেকে কোম্পানিটির সরে আসার পেছনে ট্রাম্পের ক্রমাগত শুল্ক আরোপের প্রভাব থাকতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ট্রাম্পের বাণিজ্য নীতি বড় অবকাঠামো নির্মাণ পরিকল্পনাকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে, যা এরইমধ্যে ওয়াল স্ট্রিটে অনিশ্চয়তা তৈরি করেছে।