ভীড়ের কারণে এলাকার ফুটপাতে চলাচলেও ব্যাঘাত ঘটে এবং কাছাকাছি বিভিন্ন দেকানেও এর প্রভাব পড়ে। হট্টগোলের কারণে শেষ পর্যন্ত বিক্রি বন্ধ করতে বাধ্য হয় দোকানটি।
Published : 14 Feb 2025, 11:36 AM
এনভিডিয়ার নতুন গেইমিং চিপ দেখতে সম্প্রতি উপচে পড়া ভিড় হয়েছে জাপানের এক দোকানে। সর্বশেষ বাজারে আসা এনভিডিয়ার গেইমিং চিপ হাতে নিয়ে দেখতে শত শত চীনা ক্রেতা ভিড় করেন টোকিওর এক ইলেকট্রনিক্স দোকানে।
এ ভিড়ের কারণের শহরটির এলাকায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হলে ওই দোকানিকে ক্ষমাও চাইতে হয়।
জাপানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ হট্টগোল ছিল মার্কিন-চীন প্রযুক্তি যুদ্ধের প্রভাবেরই একটি বাস্তব বহিঃপ্রকাশ বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
ইলেকট্রনিক্স চেইন ‘পিসি কোউবউ’-এর মতে, মার্কিন এই চিপ নির্মাতা কোম্পানির গ্রাফিক্স কার্ডের সর্বশেষ সিরিজ ‘জিফোর্স আরটিএক্স ৫০’ গ্রাফিক্স কার্ড কেনার আশায় গত সপ্তাহে ভিডিও গেইম, মাঙ্গা ও অ্যানিমে কেনার জনপ্রিয় শপিং অঞ্চল আকিহাবারা’য় জড়ো হয়েছেন চারশ মানুষ।
এতো মানুষের কারণে এলাকার ফুটপাতে চলাচলেও ব্যাঘাত ঘটে এবং কাছাকাছি থাকা বিভিন্ন দেকানেও এর প্রভাব পড়ে। এ হট্টগোলের কারণে শেষ পর্যন্ত বিক্রি বন্ধ করতে বাধ্য হয় দোকানটি। এ সপ্তাহের শুরুতে ক্ষমা চেয়েছে তারা।
সোমবার এক বিবৃতিতে পিসি কোউবউ বলেছে, “আমাদের গ্রাহক, প্রতিবেশী সম্প্রদায় ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে উদ্বিগ্ন করে তোলার জন্য যে বিরাট হট্টগোল তৈরি হয়েছিল তার জন্য আনুষ্ঠানিকভাবে আমরা গভীরভাবে ক্ষমা চাইছি।”
এ দোকানটির মালিক প্রতিষ্ঠান ‘ইউনিটকম’-এর পরিচালক তাইজো হাশিদা বুধবার সিএনএনকে বলেছেন, ক্রেতাদের প্রায় ৯০ শতাংশই ছিলেন চীনা ভাষাভাষী গ্রাহক।
৩০ জানুয়ারি বাজারে আসা নতুন এই গ্রাফিক্স কার্ড গেইমপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এসব গ্রাফিক্স কার্ডে রয়েছে উন্নত প্রসেসিং গতি ও ছবি রেন্ডারিং সক্ষমতা। ফলে গেইমিংয়ের সময় এগুলো আরও ভাল ভিজুয়াল ও মসৃণ গেইমিং অভিজ্ঞতা দেবে গেইমারদের।
চীনে উন্নত কম্পিউটার চিপ রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে এই সিরিজটি পাওয়া যাচ্ছে না। এআই সিস্টেম ও অস্ত্রের বিকাশকে শক্তি জোগাতে পারে এমন উন্নত প্রযুক্তি থেকে প্রতিদ্বন্দ্বীদের দূরে সরিয়ে রাখতে ওয়াশিংটনের প্রচেষ্টার অংশ হিসেবে এসব পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
চীনা গেইমাররা বলছেন, এনভিডিয়ার সর্বশেষ রিলিজের ‘ক্যাস্ট্রেটেড সংস্করণ’ পাচ্ছেন তারা। চীনা বাজারের জন্য বিশেষভাবে তৈরি কমগতির এআই উপাদানের এক পরিবর্তিত সংস্করণ তৈরি করেছে এনভিডিয়া। আর এ বৈষম্য জাপানের মতো জায়গায় বর্তমান প্রজন্মের চিপের প্রতি চাহিদা বাড়িয়ে তুলেছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
ইনভেস্টমেন্ট গ্রুপ ‘ডিএ ডেভিডসন’-এর প্রযুক্তি গবেষণা প্রধান গিল লুরিয়া বলেছেন, এই মার্কিন নিষেধাজ্ঞা কেবল এনভিডিয়ার সর্বশেষ কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এগুলো দিয়ে এআই টুল তৈরি করা যেতে পারে।
“ডাইহার্ড গেইমারদের জন্য অনুমোদিত চিপ ও সীমাবদ্ধ চিপের মধ্যে পার্থক্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ কারণেই তারা অন্যান্য বাজারে এগুলোর খোঁজ করছেন।”