একক উদ্যোক্তা থেকে শুরু করে বহুজাতিক দল রয়েছে এমন ৪৫ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্য থেকে অ্যাওয়ার্ড বিজয়ীদের বেছে নিয়েছেন অ্যাপ স্টোর এডিটররা।
Published : 24 Dec 2024, 03:50 PM
২০২৪ সালের ‘অ্যাপ স্টোর অ্যাওয়ার্ডস’ বিজয়ীদের নাম প্রকাশ করেছে অ্যাপল। এ তালিকায় রয়েছে অ্যাপস ও গেইমস’সহ বিভিন্ন পণ্য নির্মাতার নাম।
অ্যাপল বলেছে, এ বছরের বিজয়ী ডেভেলপাররা এমন অ্যাপ ও গেইমস তৈরি করেছেন, যা ব্যবহারকারীদের জীবনকে উন্নত করেছে ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সংস্কৃতিকেও প্রভাবিত করেছে।
একক উদ্যোক্তা থেকে শুরু করে বহুজাতিক দল রয়েছে এমন ৪৫ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ীদের বেছে নিয়েছেন অ্যাপ স্টোর এডিটররা।
অ্যাপ ও এর নির্মাতাদের নাম ঘোষণার তালিকায় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, “ডেভেলপারদের এই চমৎকার দলকে সম্মান জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। এদের কারণেই ব্যবহারকারীরা অ্যাপল ডিভাইস ও প্রযুক্তির ক্ষমতা ব্যবহার করে জীবনকে সমৃদ্ধ করেছেন; গভীর ছাপ পড়েছে কমিউনিটির ওপরও ।”
অ্যাপস
বছরের সেরা আইফোন অ্যাপ: কিনো, নির্মাতা ‘লুক্স অপটিক্স ইনকর্পোরেটেড’।
বছরের সেরা আইপ্যাড অ্যাপ: মোইজেস, নির্মাতা ‘মোইজেস সিস্টেমস ইনকর্পোরেটেড’।
বছরের সেরা ম্যাক অ্যাপ: অ্যাডোবি লাইটরুম, নির্মাতা ‘অ্যাডোবি ইনকর্পোরেটেড’।
বছরের সেরা অ্যাপল ভিশন প্রো অ্যাপ: ‘হোয়াট ইফ...অ্যান ইমারসিভ স্টোরি? নির্মাতা ‘মার্ভেল স্টুডিওস’, ‘আইএলএম ইমারসিভ’ ও ‘ডিজনি +’।
বছরের সেরা অ্যাপল ওয়াচ অ্যাপ: লুমি, নির্মাতা ‘রাজা ভি’।
বছরের সেরা অ্যাপল টিভি অ্যাপ: ‘এফ ওয়ান টিভি’, নির্মাতা ‘ফর্মুলা ওয়ান ডিজিটাল মিডিয়া লিমিটেড’।
গেইমস
বছরের সেরা আইফোন গেইম: ‘এএফকে জার্নি’, নির্মাতা ‘ফারলাইট’।
বছরের সেরা আইপ্যাড গেইম: ‘স্কোয়াড বাস্টার্স’, নির্মাতা ‘সুপারসেল’।
বছরের সেরা ম্যাক গেইম: ‘থ্যাংঙ্কস গুডনেস ইউ আর হিয়ার!’, নির্মাতা ‘প্যানিক ইনকর্পোরেটেড’।
বছরের সেরা অ্যাপল ভিশন প্রো গেইম: ‘থ্রাশার: আর্কেড ওডিসি’, নির্মাতা ‘পুডল এলএলসি’।
বছরের সেরা অ্যাপল আর্কেড গেইম: ‘বালাট্রো+’, নির্মাতা ‘প্লেস্ট্যাক লিমিটেড’।