বাইটড্যান্সের টিকটক, মেসেজিং সেবা টেলিগ্রাম, ভিডিও অ্যাপ জুম, চ্যাটিং টুল ডিসকর্ড ও পিন্টারেস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে দেশটির সংশ্লিষ্ট সংস্থা।
Published : 20 Aug 2022, 07:49 PM
অনলাইন কনটেন্ট বিষয়ক আইন ভাঙ্গার অভিযোগ তুলে পাঁচটি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থা ‘রসকমনাদজর।
শাস্তি হিসেবে সার্চ ইঞ্জিনে ওই কোম্পানিগুলোর বিষয়ে সতর্কবার্তা ঝোলানোর বিষয়টিও রয়েছে সংস্থার বিবেচনায়।
রসকমনাদজর বলেছে, বাইটড্যান্সের টিকটক, মেসেজিং সেবা টেলিগ্রাম, জুম ভিডিও কমিউনিকেশনস, চ্যাটিং টুল ডিসকর্ড এবং পিন্টারেস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।
নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে আরও জানিয়েছে যে তাদের বিবেচনায় যেসব কনটেন্ট ‘অবৈধ’, সেগুলো অনলাইন থেকে না সরানোর আগ পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। তবে এই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশটি কী ধরনের ব্যবস্থা নেবে, সেটি নির্দিষ্ট করে বলেনি রসকমনাদজর।
এই প্রসঙ্গে রয়টার্স ওই সব প্রযুক্তি প্রতিষ্ঠানের মন্তব্য জানতে চাইলে তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।
এরইমধ্যে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী সার্চ ইঞ্জিন ইয়ানডেস্কে অন্যান্য ওয়েবসাইটের জন্য সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে, যেখানে লেখা থাকে- 'রসকমনাদজর: ওয়েবসাইটটি রাশিয়ার আইন ভঙ্গ করছে'।
“শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে রসকমনাদজর…সার্চ ইঞ্জিনে ইন্টারনেট ব্যবহারকারীকে রাশিয়ার আইন লঙ্ঘন সম্পর্কে জানানোর মাধ্যমে,” বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
‘অবৈধ’ কনটেন্ট না মোছায় এর আগেও বেশ কয়েকটি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে রাশিয়া।
মার্চের শুরুতে পাশ হওয়া এক আইনের বিপরীতে বিভিন্ন প্রযুক্তি সাইটকে সতর্ক করেছে রাশিয়া, যেখানে দেশটির সামরিক বাহিনীর ‘মানহানি’ ঘটালে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মস্কোর বিবেচনায় নিজস্ব মাধ্যমের কনটেন্টে ইউক্রেইন যুদ্ধ নিয়ে ‘ভুল তথ্য’ প্রচারের অভিযোগে মঙ্গলবার লাইভ স্ট্রিমিং সেবা ‘টুইচ’কে ৩৩ হাজার নয়শ ডলার ও মেসেজিং সেবা টেলিগ্রামকে এক লাখ ৮৬ হাজার ডলারের বেশি জরিমানা করেছে রাশিয়ার আদালত।
জুলাই মাসে বিদেশি ইন্টারনেট কোম্পানিগুলোর জন্য কঠোর জরিমানা ব্যবস্থাসহ সার্চ ইঞ্জিনে সতর্কবার্তা নিয়ে একটি বিল পাসের অনুমতি দিয়েছেন দেশটির আইন প্রণেতারা।