আইএসপিএবি নিক্স অন্যান্য নেটওয়ার্কের মধ্যে সরাসরি পিয়ারিং সুবিধার মাধ্যমে, লেটেন্সি কমাতে পারে, ইন্টারনেট সেবা উন্নত করতে পারে।
Published : 13 May 2024, 07:30 PM
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছ থেকে এবার ময়মনসিংহ বিভাগে লাইসেন্স পেয়েছে টেলিকম সেবা ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট একচেঞ্জ ট্রাস্ট (আইএসপিএবিনিক্স)’।
এর উদ্যোক্তা সংগঠন হল ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)’।
শনিবার ১১ মে রাজধানীতে সেবাটির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুর রহিম খান।
আয়োজনে সভাপতির বক্তব্যে আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক বলেন, “আমরা রাজধানীর মহাখালি, মতিঝিল, ধানমন্ডি, মিরপুরে চারটি পপের পাশাপাশি খুলনা ও চট্টগ্রাম বিভাগেও নিক্স বসিয়েছি।”
‘নিক্স (ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ)’-এর মাধ্যমে দেশে স্থানীয়ভাবে তিনশ জিবি’র ব্যান্ডউইথ আদান প্রদান হয়, যার একশ জিবি ‘আইএসপিএবিনিক্স’, একশ জিবি ‘বিডিআইক্স’ ও একশ জিবি দিচ্ছে বাকিগুলো।
আইএসপিএবি নিক্স অন্যান্য নেটওয়ার্কের মধ্যে সরাসরি পিয়ারিং সুবিধার মাধ্যমে, লেটেন্সি কমাতে পারে, ইন্টারনেট সেবা উন্নত করতে পারে।
এরইমধ্যে চারটি বিভাগকে এ সেবার আওতায় আনা হয়েছে। ময়মনসিংহের আগে এ সেবায় যোগ হয়েছে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগ।