ওপেনএআইয়ের লাভজনক কোম্পানিতে যাওয়ার পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন মাস্ক। চাইছেন নিজের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হাঁটু গেড়ে বসাতে।
Published : 17 Feb 2025, 03:05 PM
বিশ্বের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইকে কিনতে প্রায় দশ হাজার কোটি ডলারের প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ।
তবে বিশেষজ্ঞরা বলছেন, অযাচিতভাবে এ কোম্পানি কেনার প্রস্তাবটি মাস্কের জন্য নিষ্ফলা নাও হতে পারে।
এ প্রস্তাবটি কোম্পানিটির নির্বাহী প্রধান স্যাম আল্টম্যানের ওপেনএআইকে একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক কোম্পানিতে রূপান্তরের পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
কেমব্রিজের সহযোগী শিক্ষক অধ্যাপক জনি পেন বলেছেন, “মূলত ওপেনএআইয়ের লাভজনক কোম্পানিতে যাওয়ার পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন মাস্ক”।
মুনাফা ও অলাভজনক কোম্পানি
গত সপ্তাহে ৯ হাজার সাতশ ৪০ কোটি ডলারে ওপেনএআইয়ের পুরো মালিকানা কেনার প্রস্তাব দিয়েছে মাস্ক ও হলিউড সুপারএজেন্ট আরি ইমানুয়েল’সহ বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম।
মাস্কের প্রস্তাব বিশাল অঙ্কের হলেও কেবল চার মাস আগে এক তহবিল রাউন্ডে কোম্পানিটির মূল্য নির্ধারিত হয়েছিল ১৫ হাজার সাতশ কোটি ডলার, যা মাস্কের এ প্রস্তারের চেয়ে অনেক বেশি। এখন কেউ কেউ আবার ওপেনএআইয়ের দাম ধারণা করছেন ৩০ হাজার কোটি ডলার, যার তুলনায় মাস্কের এ প্রস্তাব অনেক কম।
আর এই পুরো বিষয়টিকে জটিল করে তুলেছে ওপেনএআইয়ের অস্বাভাবিক কাঠামো, যার মধ্যে রয়েছে অলাভজনক ও লাভজনক বিভিন্ন কোম্পানির সঙ্গে চ্যাটজিপিটির নির্মাতার পার্টনারশিপ।
তবে কোম্পানিটির এসব কাঠামোয় পরিবর্তন আনতে চান অল্টম্যান। ধারণা করা হচ্ছে, কোম্পানিটির অলাভজনক বোর্ডকে বাতিল করবেন তিনি।
বিবিসি লিখেছে, এর মধ্যে যে ব্যয়ের বিষয়টি জড়িয়ে আছে আপাতদৃষ্টিতে তা বাড়ানোর চেষ্টা করছেন মাস্ক।
“এখানে ওপেনএআইয়ের অলাভজনক বিভাগের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন মাস্ক। যাতে অলাভজনক কোম্পানির প্রতি যে দায়বদ্ধতা রয়েছে ওপেনএআইয়ের তা থেকে বেরিয়ে আসতে আরও বেশি অর্থ দিতে হয় অল্টম্যান নেতৃত্বকে,” বলেছেন ড. পেন।
‘কর্নেল ইউনিভার্সিটি’র জ্যেষ্ঠ প্রভাষক ও এআই স্টার্টআপ ‘আরটুডিসাইড’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লুটজ ফিঙ্গার বলেছেন, কোম্পানিটির অলাভজনক সম্পদের দাম কতো সে বিষয়টি স্পষ্ট নয়। তবে, এবার নিজের প্রস্তাবের মাধ্যমে কোম্পানিটির একটি মূল্য নির্ধারণ করে দিয়েছেন মাস্ক।
“ওপেনএআইয়ের এই অলাভজনক অংশে একটি মূল্য ট্যাগ লাগিয়ে অল্টম্যানের জন্য কোম্পানি ভাগের কাজটি আরও ব্যয়বহুল করে তুললেন মাস্ক। বিষয়টি বোঝা খুব সহজ,” বলেন ফিঙ্গার।
‘এআই ট্রেন মিস করেছেন মাস্ক’
নিজের এমন প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে মাস্ক বলেন, ২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসাবে স্টার্টআপটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন তিনি ও অল্টম্যান। তাই ওপেনএআইকে এর অলাভজনক ভিত্তি ও মানবতার কল্যাণের জন্য এআই বিকাশের মূল লক্ষ্যে ফিরিয়ে আনতে চান মাস্ক।
বিবিসি লিখেছে, নিজের এআই কোম্পানি এক্সএআই ও এর চ্যাটবট গ্রক অলাভজনক উদ্দেশ্য তৈরি না হলেও এটি জনসাধারণের কাছ থেকে তেমন সাড়াও পায়নি।
“এআই দৌড়ে পিছিয়ে রয়েছেন মাস্ক অর্থাৎ এআই ট্রেন মিস করেছেন তিনি। তবে এ ট্রেন ধরার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন মার্কিন এই ধনুকুবের,” বলেছেন ফিঙ্গার।
এখন নিজের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হাঁটু গেড়ে বসানোর চেষ্টা করছেন তিনি বলেও উল্লেখ করেন ফিঙ্গার।
গত সপ্তাহে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্কের প্রস্তাবকে কটাক্ষ করে নিজের এক সময়ের সঙ্গীকে ‘প্রতারক’ বলে বর্ণনা করেন অল্টম্যান।
এরপর মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারেও অল্টম্যান বলেছেন, ‘সুখী মানুষ’ নন মাস্ক ও ‘নিরাপত্তাহীনতায় ভোগার কারণে’ তিনি এমন সিদ্ধান্ত নেন।
বিবিসি লিখেছে, ওপেনএআইকে তাদের পরিকল্পিত রূপান্তর থেকে দূরে রাখতে আদালতেও এই নির্বাহী জুটির প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেখানে মাস্কের অনুরোধ বিবেচনা করছেন মার্কিন জেলা জজ ইভন গঞ্জালেজ রজার্স।
“এটা বিশ্বাসযোগ্য যে, মাস্ক যা বলছেন তা সত্য। আমরা সত্যিটা খুঁজে বের করব। তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন,” এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ‘মাস্ক বনাম অল্টম্যান’ মামলার শুনানির সময় এমন কথা বলেছিলেন গঞ্জালেজ রজার্স।
এদিকে, ওপেনএআইয়ের আইনজীবীরা বলছেন, মাস্কের সাম্প্রতিক এই প্রস্তাব তারই আগের অবস্থানের পুরো বিপরীত। তিনি আগে বলেছিলেন, ‘ব্যক্তিগত লাভের জন্য’ ওপেনএআইয়ের সম্পদ স্থানান্তর করা যাবে না।