আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে স্মার্টফোনটি উন্মোচন করে অপো। ‘প্রোডাক্ট অ্যাম্বাসেডর’ হিসেবে এ ডিভাইসের সঙ্গে রয়েছেন ‘অলরাউন্ডার’ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
Published : 10 Mar 2025, 07:47 PM
দেশের বাজারে দীর্ঘস্থায়ী নতুন ফোন উন্মোচন করেছে অপো। মিডরেঞ্জের ‘অপো এ৫ প্রো’ এ ফোনটিকে নিরামাতা দাবি করছে ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের’ ফোন বলে।
কোম্পানিটির দাবি, ‘ডুয়াল সার্টিফাইড’ ফোনটি ‘ট্রেন্ডসেটার’ হওয়ার পাশাপাশি ‘অলরাউন্ড’ পারফরম্যান্স দেবে।
রোববার ঢাকায় আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে স্মার্টফোনটি উন্মোচন করে অপো। ‘প্রোডাক্ট অ্যাম্বাসেডর’ হিসেবে এ ডিভাইসের সঙ্গে রয়েছেন ‘অলরাউন্ডার’ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
‘অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’-এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “আমরা গ্রাহকদের কাছে অলরাউন্ড অপো এ৫ প্রো পৌঁছে দিতে পেরে আনন্দিত। ব্যবহারকারীদের একইসঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে এটি।”
সুরক্ষা
কোম্পানিটির দাবি, ‘অপো এ৫ প্রো’ বাংলাদেশের প্রথম স্মার্টফোন, যেটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশন এর পাশাপাশি বুয়েট এর ‘টপ রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স ও ড্রপ টেস্ট’-এ সফলতা দেখিয়েছে। স্মার্টফোনটিতে আছে ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ রেটিং। এ রেটিং পানি ও ধূলা থেকে গ্যাজেটের নিরাপত্তার নিশ্চয়তা দেয়।
এআই
কোম্পানিটি বলেছে, স্মার্টফোনটিতে রয়েছে এআই ফিচারও, যা ছবির গুণগত মান বাড়িয়ে তুলবে। ডিভাইসটির ‘এআই ইরেজার ২.০’ ফিচারটি ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয় মুছে ফেলতে পারে; ‘এআই রিফ্লেকশন রিমুভার’ ফিচার প্রতিফলন দূর করে ও ‘এআই আনব্লার’ ফিচার অস্পষ্ট ছবিকে আরও স্পষ্ট করতে সহায়তা করে। আরও রয়েছে ‘এআই ক্ল্যারিটি এনহেন্সার’, যা ছবির স্বচ্ছতা বাড়িয়ে তুলবে। পাশাপাশি ‘এআই স্মার্ট ইমেজ মেটিং ২.০’ অ্যালবামের ডিজিটাল কনটেন্টগুলো সিঙ্গেল ট্যাপে শেয়ার ও কাস্টমাইজ করার সুযোগ দেয়।
ক্যামেরা
‘অপো এ৫ প্রো’-তে ৫০ মেগাপিক্সেল সক্ষমতার আল্ট্রা-ক্লিয়ার মূল ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরা গ্রাহকদের স্বচ্ছ, নিখুঁত, অকৃত্রিম ছবি তুলতে সাহায্য করবে। ‘অপো এ৫ প্রো’-এর মাধ্যমে পানির নীচেও ছবি তোলা যাবে। ঘরের বাইরে স্মার্টফোনটির ব্যবহারের জন্য এতে রয়েছে ‘আউটডোর মোড’ও।
ব্যাটারি
ডিভাইসটিতে ৪৫ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সমন্বয়ে পাঁচ হাজার আটশ এমএএইচ সক্ষমতার ব্যাটারি থাকার ফলে কেবল ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয় বলে দাবি অপোর। পাশাপাশি ‘চার বছরের বেশি টেকসই ব্যাটারি’ ফিচার থাকায় অরিজিনাল ব্যাটারি সক্ষমতার বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানিটি।
স্টোরেজ
স্মার্টফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সক্ষমতা। অপোর র্যাম এক্সপ্যানশন ফিচারের সমন্বয়ে এ শক্তিশালী সেটআপ র্যামের দ্বিগুণ পারফরম্যান্স ও নির্বিঘ্ন মাল্টিটাস্কিং নিশ্চিত করে।
অলিভ গ্রিন ও মোকা ব্রাউন এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ‘অপো এ৫ প্রো’। এটির প্রি অর্ডার মূল্য ২৩ হাজার ৯৯০ টাকা।
প্রি অর্ডারে ফোনের সঙ্গে থাকবে একটি পোর্টএবল মিনি স্পিকার। পাশাপাশি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও এক বছরের লিকুয়িড এবং দুর্ঘটনাজনিত ক্ষতির নিরাপত্তা থাকবে।