ক্রিপ্টোমুদ্রায় টিউশন ফি গ্রহণের জন্য যুক্তরাজ্যের প্রথম বেসরকারি স্কুল বলে নিজেদেরকে দাবি করেছে স্কুলটি।
Published : 15 Apr 2025, 03:06 PM
ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনে টিউশন ফি নেবে স্কটল্যান্ডের এক বোর্ডিং স্কুল। প্রচলিত মুদ্রার পাশাপাশি ডিজিটাল মুদ্রায় পেমেন্ট গ্রহন করা সম্ভবত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এটি।
স্কটল্যান্ডের হেলেনসবার্গের ‘লোমন্ড স্কুল’ কর্তৃপক্ষ বলেছে, কিছু অভিভাবকের অনুরোধের পরই এই পদক্ষেপ নিয়েছে তারা। প্রতি বছর ৩৮ হাজার পাউন্ড পর্যন্ত টিউশন ফি নেয় স্কুলটি।
স্কুলটি এ বছরের শরৎকাল থেকে বিটকয়েনে টিউশন ফি নেওয়া গ্রহণ করবে। তবে ‘মুদ্রার ঝুঁকি কমাতে’ প্রাথমিকভাবে এই ক্রিপ্টোমুদ্রাকে ইউকে পাউন্ডে রূপান্তরিত করার কথা প্রতিবেদনে লিখেছে বিবিসি।
স্কুলটি বলেছে, বিটকয়েনে ফি গ্রহণ করা তাদের ‘স্বাধীন চিন্তাভাবনা ও উদ্ভাবন নীতি’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বিটকয়েন ছাড়া অন্য কোনও ক্রিপ্টোমুদ্রা গ্রহণ করবে না তারা।
ক্রিপ্টোমুদ্রায় টিউশন ফি গ্রহণের জন্য যুক্তরাজ্যের প্রথম বেসরকারি স্কুল বলে নিজেদেরকে দাবি করেছে স্কুলটি।
‘লোমন্ড স্কুল’-এর প্রধান শিক্ষক ক্লেয়ার চিশলম বলেছেন, “প্রজন্মের পর প্রজন্ম ধরে এ স্কুলটি অনুসন্ধানী, চিন্তাবিদ, যোগাযোগকারী ও মুক্ত মনা ঝুঁকি নেওয়া প্রজন্মকে লালন করে এসেছে।
“আর এতে অবাক হওয়ার কিছু নেই টেলিভিশনের উদ্ভাবক জন লোগি বেয়ার্ড আমাদের স্কুলেরই একজন সাবেক ছাত্র।”
ঐতিহাসিক ‘লার্চফিল্ড স্কুল’ ও ‘সেন্ট ব্রাইডস স্কুল ফর গার্লস’-এর একীভূতকরণের মাধ্যমে ১৯৭৭ সালে হেলেনবার্গে প্রতিষ্ঠিত হয়েছিল লোমন্ড স্কুলটি।
নার্সারি অর্থাৎ তিন বছর বয়স থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের স্কুলটি পড়াশোনা করায়।
স্কুলটি বলেছে, প্রতিটি বিটকয়েন লেনদেন “নিরাপদ, স্বচ্ছ ও আইনসঙ্গত” হবে। এগুলো যুক্তরাজ্যের আর্থিক নিয়মকানুন পূরণ করবে। যার মধ্যে রয়েছে অর্থ পাচার রোধ ও কর সম্মতির মতো বিষয়।
বিটকয়েন এক ধরনের ডিজিটাল মুদ্রা, যা কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না।
বিবিসি লিখেছে, ২০২৪ সালে বিটকয়েনের দাম রেকর্ড মাত্রায় পৌঁছালেও এ ডিজিটাল মুদ্রাটি অত্যন্ত অস্থির এবং ক্রেতা ও বিক্রেতাদের ইচ্ছানুযায়ী এর মূল্য বাড়ে ও কমে।