এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি উপদেষ্টাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সাদা দল।
Published : 16 Apr 2025, 05:27 PM
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরি করা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল।
বুধবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও আবুল কালাম সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তারা উদ্বেগ জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী মানবেন্দ্র ঘোষের বাড়ি মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায়। তিনি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ বানিয়েছিলেন।
মঙ্গলবার রাতে তার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ওই আগুনে পুড়ে গেছে মানবেন্দ্রর বাড়ির টিনশেডের পাকা ঘর, আসবাবপত্র, কয়েকটি প্রতিমা এবং একটি মোটরসাইকেল। আগুনে পুড়ে যাওয়া ছবি ফেইসবুকে পোস্ট করেছেন মানবেন্দ্র।
মানবেন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন পহেলা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'তাকে হুমকি দেওয়া হচ্ছিল'।
"পহেলা বৈশাখের বাঘের মোটিফ তৈরি করেছি আমি। তারপরও হুমকি পাচ্ছিলাম। তবে শেখ হাসিনার মুখাবয়ব তৈরি করিনি। ফেইসবুকে আসা হুমকির বিষয়ে মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।”
তিনি বলেন, “আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”
এই ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দলের বিবৃতিতে বলা হয়েছে, “গত কয়েকদিন ধরে শোভাযাত্রা কার্যক্রমে যুক্ত বেশ কয়েকজনকে ভিনদেশী ফোন নম্বর থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের কটু কথা প্রচার অব্যাহতভাবে চলছে।
"এমতাবস্থায় আমরা ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।“
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি উপদেষ্টাকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে সাদা দল।
বিবৃতিতে আর বলা হয়েছে, “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে আগের দিন দষ্কৃতিকারীদের দ্বারা চারুকলা নির্মিত ফ্যাসিবাদের প্রতিকৃতি ও পায়রার মোটিফ পুড়িয়ে দেওয়া হয়। এতদসত্ত্বেও সংশ্লিষ্ট শিল্পী ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় তা মেরামত এবং পুনর্নির্মাণ করার মাধ্যমে আনন্দ শোভাযাত্রা পুরো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে।
"তবে ওই একই দুষ্কৃতিকারীদের হামলায় গত মঙ্গলবার রাতে চারুকলা অনুষদের বিশিষ্ট অ্যালামনাই শিল্পী ভাস্কর মানবেন্দ্র ঘোষ এর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কারণ তিনি অ্যালামনাই শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিফ নির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক।"
বুধবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার দপ্তর এ তথ্য জানিয়ে বলছে, দ্রুততম সময়ে জড়িতদের বিরুদ্ধে 'ব্যবস্থা নেওয়া হবে'।
বিবৃতিতে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছে, ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
“তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।"
চিত্রশিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুন, ‘গুরুত্ব দিয়ে’ তদন্তে পুলিশ: প্রধান উপদেষ্টার দপ্তর
হুমকি পেয়ে থানায় জিডি, রাতে আগুনে পুড়ল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ