দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
Published : 16 Apr 2025, 05:10 PM
দুর্নীতির অভিযোগ থাকায় রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে কমিশনের সহকারি পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ওমর ফারুক চৌধুরী, নিগার সুলতানা চৌধুরীর বিরুদ্ধে মাদক ব্যবস্য, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মাসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা কার্যালয়ে চলমান রয়েছে।
তারা দেশত্যাগের চেষ্টা করছেন বলে জানা গেছে। দুদক আবেদনে জানিয়েছে ওমর ফারুক ও নিগার সুলতানার বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা প্রয়োজন।