সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।
Published : 16 Apr 2025, 03:05 PM
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে রংপুর নগরে দোকানপাট বন্ধ রাখা রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।
ধর্মঘট থেকে গাজায় গণহত্যা বন্ধ ও বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন আন্দোলনকারীরা।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা দোকান মালিক সমিতির আয়োজনে এই ধর্মঘট পালন করা হয়।
এতে নগরের ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেয়।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফীর পরিচালনায় নগরের সুপার মার্কেটের সামনে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।
পরে ফিলিস্তিনের শহীদদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
এ সময় মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এবং মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজ উপস্থিত ছিলেন।