গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
Published : 12 Mar 2025, 10:08 AM
পুরোনো পাইপ প্রতিস্থাপনের কাজে বৃহস্পতিবার ঢাকার আশকোনা ও আশপাশের এলাকায় ১০ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস।
বুধবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনে পাইপলাইন স্থানান্তর করা হবে।
সেজন্য ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১০ ঘন্টা উত্তরখান, দক্ষিণ খান, ফায়েদাবাদ এলাকা ও আশকোনাসহ আশেপাশের সমস্ত এলাকায় (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত) সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে জানিয়ে গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।