এর আগে, সেপ্টেম্বরে নিজেদের নতুন প্রধান নির্বাহী খোঁজার কথা গণমাধ্যমে প্রকাশ করতে অস্বীকার করেছিল নকিয়া।
Published : 10 Feb 2025, 05:07 PM
নতুন সিইও হিসাবে জাস্টিন হোটার্ডকে নিয়োগ দিয়েছে মোবাইল ফোন নির্মাতা ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি কোম্পানি নকিয়া। তিনি ইনটেলের এআই ও ডেটা সেন্টার প্রধান ছিলেন।
ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি সোমবার বলেছে, পেক্কা লুন্ডমার্ক নকিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং তার দায়িত্ব নেবেন হোটার্ড।
নকিয়ার ওয়েবসাইট অনুসারে, ১ এপ্রিল থেকে কোম্পানির এ নির্বাহী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন হোটার্ড। বর্তমানে ইনটেলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ডেটা সেন্টার ও এআই গ্রুপের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন তিনি।
নিজেদের ৫জি টুলের বিক্রি কম হওয়ার কারণে এরইমধ্যে সমস্যার মধ্যে পড়েছে নকিয়া। তাই কোম্পানিটি তাদের বাজারকে বৈচিত্র্যময় করতে ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মতো ক্ষেত্রে প্রবেশের উপায় খুঁজছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এক বিবৃতিতে নকিয়ার চেয়ারম্যান সারি বালদাউফ বলেছেন, “বিভিন্ন প্রযুক্তি কোম্পানির প্রবৃদ্ধি বাড়ানোয় তাদের শক্তিশালী রেকর্ড রয়েছে। পাশাপাশি এআই ও ডেটা সেন্টার বাজারেও তাদের বিশাল সক্ষমতা রয়েছে, যা নকিয়ার ভবিষ্যত প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র।”
২০২০ সালে নকিয়ার প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পাওয়া লুন্ডমার্ক এ বছরের শেষ পর্যন্ত হোটার্ডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নকিয়া।
এর আগে, সেপ্টেম্বরে নিজেদের নতুন প্রধান নির্বাহী খোঁজার কথা গণমাধ্যমে প্রকাশ করতে অস্বীকার করেছিল কোম্পানিটি।