কেবল জিপ কোড দিয়েই প্রতিনিধির অফিসে ফোন করার জন্য ব্যবহারকারীদের একটি শর্টকাট উপায়ও দিয়েছে সামাজিক মাধ্যমটি।
Published : 08 Mar 2024, 03:05 PM
সামাজিক মাধ্যম টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে, এমনই এক বিল পাশ হতে যাচ্ছে দেশটিতে। নতুন এ বিলের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা হিসাবে অ্যাপটি পুশ নোটিফিকেশন পাঠাচ্ছে ব্যবহারকারীদের কাছে। সেই নোটিফিকেশনের বক্তব্য হল, তারা যেন নিজ নিজ জনপ্রতিনিধিদের ফোন করে এ বিষয়ে অনুরোধ করেন।
নতুন বিল পাশ হলে, মার্কিন অ্যাপ স্টোরে টিকটকের কার্যক্রম চালিয়ে যেতে বাইটড্যান্সকে অ্যাপটি বিক্রি করতে বাধ্য করা হতে পারে বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে।
“মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে টিকটক। এখনই আপনার প্রতিনিধিকে কল করুন।,” – পুশ নোটিফিকেশনে এমন অনুরোধের কথা প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
“আপনার সরকার ১৭ কোটি আমেরিকানের স্বাধীন মত প্রকাশের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার আগেই কথা বলুন।” – একটি ‘ইন-অ্যাপ’ মেসেজে বলেছে টিকটক।
পাশাপাশি, কেবল জিপ কোড দিয়েই প্রতিনিধির অফিসে ফোন করার জন্য ব্যবহারকারীদের একটি শর্টকাট উপায়ও দিয়েছে সামাজিক মাধ্যমটি।
এ পুশ নোটিফিকেশন এরইমধ্যে নাটকীয় প্রভাব ফেলেছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। সংবাদ সাইট পলিটিকো’র প্রতিবেদক অলিভিয়া বিভারস বলেছেন, বিভিন্ন প্রতিনিধি পরিষদের কর্মীরা জানিয়েছেন তাদের অফিসে কলের বন্যা বইছে।
“আমরা হাই স্কুলের ছাত্রদের কাছ থেকে প্রচুর কল পাচ্ছি। যারা জিজ্ঞাসা করছেন, একজন কংগ্রেসম্যান কী?” – সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন এক কর্মী।
We're getting a lot of calls from high schoolers asking what a Congressman is.
Yes really. pic.twitter.com/LzzvGU3UCi
— Taylor Hulsey (@TaylorMHulsey) March 7, 2024
তবে, দুর্ভাগ্যবশত বিলের বিরুদ্ধে লড়াইয়ের এ পরিকল্পনা টিকটকের উদ্দেশ্য পূরণ নাও করতে পারে। বিভার্সের মতে, কলের বন্যা প্রকৃতপক্ষে ‘পরিকল্পনার উল্টো ফল’ বয়ে আনতে পারে। এমন প্রতিক্রিয়া কংগ্রেসের সদস্যদের মধ্যে বিলের প্রতি সমর্থন বাড়াতে পারে, বলেছেন তিনি।
“পুশ নোটিফিকেশনগুলো আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে,” – এক্সের এক পোস্টে বলেছেন বিলটি উত্থাপনের নির্বাচন কমিটির সভাপতিত্ব করা কংগ্রেস প্রতিনিধি মাইক গ্যালাহার।
এ বিলের প্রতি বাড়তে থাকা সমর্থনের মাঝেই টিকটকের এ সতর্কতা এসেছে। সমর্থনের শুরুটা করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের অন্যতম পুরনো কমিটি ‘এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’। বৃহস্পতিবার, ৫০-০ ভোট পেয়ে এ কমিটি’র সর্বসম্মতিতে বিলটি প্রথম আইনি বাঁধা উতরে গেছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনও অ্যাপটির পক্ষে নেই। টিকটক নিষিদ্ধ করার আগের বিলগুলোয় হোয়াইট হাউসের সমর্থন ছিল না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বিলটি পাশ হলে, বাইটড্যান্স থেকে আলাদা হতে প্রায় ছয় মাস সময় পাবে সামাজিক মাধ্যমটি। অন্যথায়, মার্কিন অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কথা রয়েছে।
“এ আইনের একটি পূর্বনির্ধারিত ফলাফল রয়েছে: মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের পূর্ণ নিষেধাজ্ঞা,” এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’র ভোটের পরে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে টিকটক।
“মার্কিন সরকার ১৭ কোটি আমেরিকানের সাংবিধানিক মত প্রকাশের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে৷ এটি লাখ লাখ ব্যবসার ক্ষতি করবে, শিল্পীদের ও দর্শকদের অস্বীকার করবে এবং সারা দেশে অগণিত নির্মাতার জীবিকা ধ্বংস করবে।”
ডিজিটাল অধিকার সমর্থন করা বিভিন্ন গোষ্ঠীও এ ব্যবস্থার বিরোধিতা করেছে। এ বিলকে “অসাংবিধানিক” বলে অ্যাখ্যা দিয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)।