সঠিকভাবে একটি অ্যাপ বন্ধ না করলে, বা ‘ক্লোজ অল’ অপশনটি ব্যবহার না করলে অ্যাপটি ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকবে।
Published : 30 May 2024, 01:48 PM
অনেক সময়ই একটি অ্যাপ বন্ধ করার উপায় হিসেবে ফোনের ব্যাক বাটন বার বার চাপেন ব্যবহারকারীরা। এতে করে অ্যাপটি স্ক্রিন থেকে সরে গেলেও পুরোপুরি বন্ধ হয়ে যায় না, ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে।
সঠিকভাবে একটি অ্যাপ বন্ধ না করলে, বা ‘ক্লোজ অল’ অপশনটি ব্যবহার না করলে অ্যাপটি ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। তবে, একটি অ্যাপ বন্ধ করাও অ্যান্ড্রয়েডে অনেক সহজ কাজ। পাশপাশি, ফোনের বিভিন্ন ছোট সমস্যাও দূর করা যায় অ্যাপ বন্ধ করার মাধ্যমে। উদাহরণ হিসেবে, একটি অ্যাপ ‘আনরেসপন্সিভ’ হয়ে গেল বা ‘হ্যাং’ হয়ে গেলে, অ্যাপটি বন্ধ করার মাধ্যমে ওই পরিস্থিতি এড়ানো সম্ভব। এ ছাড়া, অ্যাপ বন্ধ করে ফেললে ফোনের ব্যাটারি ও র্যামের ব্যবহারও কম থাকে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস।
সাধারণভাবে, অ্যান্ড্রয়েড ফোনের ন্যাভিগেশন বার স্ক্রিনের নিচে বোতাম আকারে থাকে। ন্যাভিগেশন বারে ওভারভিউ বোতামে চাপ দিয়ে ধরে রাখলে অ্যাপ ওভারভিউ মেনু চালুকরা যায়। সাধারণত স্ক্রিনের নিচের ডান দিকে অথবা বাম দিকে বোতামটি থাকে।
এ ছাড়া, কেউ যদি সম্প্রতি আপোডেটে ন্যাভিগেশন বার ‘জেশ্চার’ অপশনে বদলে নেন, সে ক্ষেত্রে স্ক্রিনের বাম দিকে সোয়াইপ করে ধরে রাখলে ওভারভিউ মেনুটি দেখা যাবে।
বন্ধ করার জন্য
১. ফোনের স্ক্রিনের ন্যাভিগেশন বার থেকে ওভারভিউ বোতামে চাপ দিয়ে ধরে রাখুন। ন্যাভিগেশন জেশ্চারের জন্য স্ক্রিনের নিচে বাম দিক থেকে সোয়াইপ করে ধরে রাখুন।
২. পরের স্ক্রিনে ফোনে সম্প্রতি চালু করা অ্যাপগুলো দেখা যাবে। অ্যাপগুলো ওপর দিকে সোয়াইপ করে বন্ধ করা যাবে।
৩. সব অ্যাপ একসঙ্গে বন্ধ করার জন্য নিচের ‘ক্লোজ অল’ অপশনে চাপ দিন।
আছে ‘ফোর্স স্টপ’ ফিচার
কোনো অ্যাপ ফোর্স স্টপ করলে বা জোর করে বন্ধ করে দিলে, সব কার্যক্রম থেমে যায়। আবার চালু না করা অবধি কেস ফাইল বা ফোনের অন্য কোনো কিছু অ্যাপটি ব্যবহার করতে পারবে না।
১. প্রথমে ফোনের সেটিংস চালু করুন
২. ‘অ্যাপস’ অপশনে চাপ দিন।
৩. পরের পেইজে যে অ্যাপটি বন্ধ করতে চান, বেছে নিন।
৪. এরপর ‘অ্যাপ ইনফো’ মেনু চালু করুন।
৫. ‘ফোর্স স্টপ’ অপশনে চান দিন।
৬. এটি নিশ্চিত করার জন্য ‘ওকে’ অপশনে চাপ দিন।
ফোনের মেমরি খালি করা বা ত্রুটিপূর্ণ অ্যাপ বন্ধ রিসেট করার কার্যকর পদ্ধতি হল অ্যাপ বন্ধ করে ফেলা।