অনুষ্ঠানের একটি পর্ব ছিল কাগজের রকেট তৈরির। এতে ছাত্রছাত্রীরা এতটাই উৎসাহ পেয়েছে যে, রকেট তৈরি শেষ হলে অনেকে হাত দিয়েই রকেট ওড়ানোর চেষ্টায় মেতে ওঠেন।
Published : 09 Jul 2024, 05:22 PM
মঞ্চ জুড়ে কাগজ ও কাঁচি নিয়ে কাটাকুটি করছে শিক্ষার্থীরা। মনে হতেই পারে চলছে অরিগ্যামি সেশন। অরিগ্যামি তো বটেই, তবে আসলে চলছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত ১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এর সিরাজগঞ্জ জেলার প্রাথমিক বাছাইপর্ব।
মঙ্গলবার সিরাজগঞ্জ-এর এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বাছাইপর্বে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০টায়। এর পরপরই বাছাই পরীক্ষা শুরু হয়। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে ভরে ছিল পুরো অডিটোরিয়াম।
জুনিয়র গ্রুপ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র ওয়াহিদ মহমুদ রিহান পরীক্ষার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অ্যাস্ট্রোফিজিক্স ও কসমোলজি মিলিয়ে প্রশ্ন এসেছে। প্রশ্ন ভালোই কঠিন ছিল।”
“আমার অলিম্পিয়াডের অভিজ্ঞতা তেমন নেই, মূলত আসছি অভিজ্ঞতা অর্জনের জন্যই।”
সিরাজগঞ্জ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড বাছাইপর্বের সমন্বয়ক উদয় কুমার পাল বললেন, সিরাজগঞ্জে অ্যাস্ট্রোনমি নিয়ে এবারই প্রথম এত বড় আয়োজন হচ্ছে।
“এটি নতুন এক অভিজ্ঞতা। এর সঙ্গে যুক্ত থেকে আমিও অনেক কিছু শিখেছি। বাচ্চারা বিজ্ঞান নিয়ে চিন্তা করবে, মহাকাশ নিয়ে জানবে এ লক্ষ্য নিয়েই আমরা সিরাজগঞ্জে কাজ করেছি।”
অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ-এর উপদেষ্টা ফেরদৌস রবিন বলেন, “মহাকাশ সম্পর্কে জ্ঞান আসলে স্কুল থেকে পাওয়ার সুযোগ কম। এ আয়োজনের মাধ্যমে পুঁথিগত শিক্ষার বাইরে বাচ্চারা অনেক কিছু জানতে পারছে।”
পরীক্ষা শেষে বিভিন্ন ধরনের আয়োজন ছিল অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য। আগের দুই বিভাগের বাছাইপর্বের মতো এখানেও নিজের পাপেট শো ও অবাক করা সব জাদু দেখিয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক আরিফ আজগর।
অনুষ্ঠানের এ পর্যায়ে শিক্ষার্থীরা কাগজের রকেট তৈরি করেন। রকেট তৈরি করে ছাত্রছাত্রীরা এতটাই উৎসাহিত ছিলেন যে, রকেট তৈরি শেষ হলে অনেকে হাত দিয়েই রকেট ওড়ানোর চেষ্টায় মেতে ওঠেন।
পরবর্তীতে নির্বাচিত প্রতিযোগীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন আয়োজকরা।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন বলেন, "জুনিয়র গ্রুপে প্রচুর ছাত্রছাত্রী থাকায় আমরা সিরাজগঞ্জেই প্রথম মোট ৬৩ জন ছাত্রছাত্রী নির্বাচিত করেছি।"
বিভিন্ন বিভাগ ও জেলার প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে ৩ অগাস্ট ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
জাতীয় পর্বে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ ৩০ জনকে নিয়ে ২১ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত আবাসিক ক্যাম্প ও চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত পাঁচজন শিক্ষার্থী, আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এবারই প্রথমবার বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক অ্যাস্টো-অলিম্পিয়াড। এ আয়োজনের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।