সুপারকম্পিউটারটিকে মাস্ক ‘গিগাফ্যাক্টরি অফ কম্পিউট’ বলে আখ্যা দিয়েছেন বলে, যা বানাতে খরচ হতে পারে শত শত কোটি ডলার।
Published : 27 May 2024, 08:17 PM
ইলন মাস্কের এআই কোম্পানি ‘এক্সএআইয়ের চ্যাটবট ‘গ্রক’কে আরও উন্নত করতে তিনি একটি সুপারকম্পিউটার তৈরির পরিকল্পনা করছেন --এমনই উঠে এসেছে এক প্রতিবেদনে।
এ মাসের শুরুতে বিনিয়োগকারীদের মাস্ক বলেন, ২০২৫ সালের শরতের মধ্যেই একটি সুপারকম্পিউটার তৈরির পরিকল্পনা করছে তার স্টার্টআপ কোম্পানিটি।
সুপারকম্পিউটারটিকে মাস্ক ‘গিগাফ্যাক্টরি অফ কম্পিউট’ বলে আখ্যা দিয়েছেন বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে। আর এটি বানাতে শত শত কোটি ডলার খরচ হতে পারে, যেটি নির্ভর করবে এনভিডিয়ার হাজার হাজার ‘এইচ১১০ জিপিউ’র ওপর।
এর আগে মাস্ক বলেছিলেন, গ্রকের তৃতীয় সংস্করণটি প্রশিক্ষণ দিতে অন্তত লাখখানেক চিপ লাগবে, যা ‘গ্রক ২.০’ প্রশিক্ষণে কোম্পানির দাবি করা ২০ হাজার চিপের চেয়ে পাঁচ গুণ বেশি।
মার্কিন সংবাদমাধ্যম ইনফর্মেশনের তথ্য অনুসারে, ওই প্রেজেন্টেশনে মাস্ক কোম্পানির বিনিয়োগকারীদের বলেছেন, এ মুহুর্তে এক্সএআইয়ের প্রতিদ্বন্দ্বীরা নিজস্ব এআই ব্যবস্থার প্রশিক্ষণ দিতে যতগুলো চিপ ব্যবহার করছে, তার চেয়ে অন্তত চার গুণ বেশি চিপ থাকবে তার পরিকল্পিত নতুন এ সুপারকম্পিউটারে।
গ্রক-এর চলতি সংস্করণ ‘১.৫’, যা প্রকাশ পেয়েছে এপ্রিলে। এমনকি এতে টেক্সটের পাশাপাশি ছবি ও ডায়াগ্রামের মতো ভিজুয়াল তথ্যও প্রক্রিয়াকরণের সুবিধা আছে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।
এ মাসের শুরুতে নিজেদের প্রিমিয়াম সেবা ব্যবহার করা গ্রাহকদের জন্য গ্রক চ্যাটবট দিয়ে বানানো ‘নিউজ সামারি’ দেখানোর সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।