প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটে পড়েন মহাসড়কের ঢাকামুখি লেনের যাত্রী ও চালকরা।
Published : 18 Apr 2025, 12:14 PM
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপর মালবাহী ট্রাক উল্টে প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
এতে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটে পড়েন মহাসড়কের ঢাকামুখি লেনের যাত্রী ও চালকরা।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, শুক্রবার সকাল ৬টার দিকে রডবাহী ট্রাকটির চাকা খুলে সেটি উল্টে যায়।তখন ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
এতে কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজট সৃষ্টি হতে থাকে যা সকাল ৮টার মধ্যে মহাসড়কের আট কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে।
ঢাকাগামী যাত্রীবাহী বাস চালক আমির আলী বলেন, “ভবেরচর বাসস্ট্যান্ড পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি।”
ঢাকাগামী পিকাপ চালক সিরাজুল ইসলাম বলেন, “শুনেছি মেঘনা সেতুর উপর একটি ট্রাক উল্টে গেছে। প্রায় দেড় ঘণ্টা যাবৎ একই জায়গায় বসে আছি।”
পরে বেলা সাড়ে ৯টার দিকে হাইওয়ে পুলিশের কর্মকর্তা শওকত হোসেন জানান, ৯টার দিকে দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।