এমন চুম্বক তৈরি করা মাত্র কয়েক মিনিটের কাজ। তবে, এর জন্য কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হবে।
Published : 07 May 2024, 07:36 PM
একটি ছোট ইলেক্ট্রো ম্যাগনেট বা চুম্বক তৈরি করা খুবই সহজ কাজ, যা কেউ কেবল মজা করার জন্য বা শিক্ষামূলক পরীক্ষা করার জন্য তৈরি করতে পারেন।
এমন চুম্বক তৈরি করা মাত্র কয়েক মিনিটের কাজ। তবে, এর জন্য বেশ কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হবে। এ ছাড়া, চুম্বক তৈরির পরে নকশায় পরিবর্তন এনে, চাইলে চুম্বকটিকে আরও শক্তিশালী করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে উইকি হাও।
যা যা প্রয়োজন:
১. একটি স্ক্রু বা পেরেক। অন্তত তিন ইঞ্চি লম্বা এবং লোহা, দস্তা বা ইস্পাতের তৈরি।
২. পাতলা প্রলেপযুক্ত তামার তার
৩. কাঁচি
৪. একটি এএ ব্যাটারি
৫. ইলেক্ট্রিকাল টেপ
৬. চুম্বক আরকর্ষণ করে এমন কোনো বস্তু, যেমন পেপারক্লিপ, পিন।
যেভাবে তৈরি করবেন
১. পেরেক বা স্ক্রু নিন, ও এর চারপাশে তামার তারটি মোড়ানো শুরু করুন। তবে নিশ্চিত করুন, পেরেকের সামনে যেন তিন ইঞ্চি বাড়তি তার থাকে। ব্যাটারির সঙ্গে তার যুক্ত করতে এ অংশটুকু প্রয়োজন হবে।
গোটা পেরেকটির চারশাপে শক্ত করে তার মোড়ানো শেষ হলে, আরও তিন ইঞ্চি বাড়তি তার রেখে, কাঁচি দিয়ে কেটে ফেলুন।
২. তারের দুপাশের বাড়তি অংশ কিছুটা বৃত্তের মতো করে বাঁকিয়ে একটি ‘লুপ’ তৈরি করুন। এটি ব্যাটারি ও তারের মধ্যে একটি ভাল সংযোগ তৈরিতে সাহায্য করবে।
৩. এরপর, তৈরি করা লুপগুলো ব্যাটারির দু পাশের সঙ্গে যুক্ত করুন। একটিকে ব্যাটারির ধনাত্মক মেরুতে ও অন্যটিকে ঋণাত্মক মেরুতে সংযুক্ত করুন। যুক্ত করার আগে তারের প্রান্ত প্রলেপমুক্ত করতে হবে। এবার ইলেক্ট্রিক টেপের সাহায্যে ব্যাটারির দুই পাশে তারটি ভালোভাবে জুড়ে দিন।
৪. তারগুলো টেপ দিয়ে ব্যাটারির দু পাশে সংযুক্ত করার পরেই ছোট চুম্বকটি তৈরি হয়ে যাবে। তারে মোড়ানো পেরেকের অংশটিই চুম্বকের মতো কাজ করবে। এখন এটির সাহায্যে, পেপারক্লিপ, পিন, স্ক্রু, বা ছোট ধাতব বস্তুর মতো জিনিস তোলা যাবে।
তবে, চুম্বকটি কাজ না করলে নিশ্চিত করুন তারগুলো ব্যাটারির উভয় প্রান্তের সঙ্গে ঠিকভাবে যুক্ত আছে কিনা। যদি তারটি আলগা হয়ে যায় বা যুক্ত না থাকে সে ক্ষেত্রে চুম্বক কাজ করবে না। পাশাপাশি, চুম্বক ব্যবহার করা হয়ে গেলে তামার তারগুলো ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করুন। তারগুলো বেশিক্ষণ যুক্ত থাকলে চুম্বক গরম হয়ে যাবে।
নকশা পরিবর্তন করবেন যেভাবে
১. ভিন্ন ধরনের পেরেক বা স্ক্রু ব্যবহার করে দেখুন। বিভিন্ন উপকরণের চুম্বক আকর্ষণের ভিন্ন ভিন্ন স্তর রয়েছে। একটি স্টিল বা ইস্পাতের পেরেকের সঙ্গে লোহার পেরেক অদলবদল করে দেখতে পারে তাতে চুম্বকের শক্তি বাড়ছে কিনা।
২. বড় স্ক্রু বা পেরেক ব্যবহার করুন। একটি ছোট পেরেকের তুলনায় বড় পেরেকের বেশি চৌম্বকীয় শক্তি থাকতে পারে, কারণ এর চারপাশে আরও বেশি তামার তার মোড়াতে পারেন। তাই, একটি বড় স্ক্রু ব্যবহার করে চেষ্টা করে দেখুন চুম্বকের শক্তিতে কোনো পরিবর্তন আসে কিনা।
৩. একটি বড় ব্যাটারি যুক্ত করুন। এএ ব্যাটারিগুলো ছোট পরীক্ষামূলক কাজের ক্ষেত্রে ভাল কাজ করবে। তবে, একটি বড় ব্যাটারি চুম্বকের শক্তি অনেকখানি বাড়িয়ে দিতে পারে। তাই, ‘এএ’ ব্যাটারির বদলে একটি ‘ডি’ ব্যাটারি ব্যবহার করার উপদেশ দিয়েছে উইকি হাও। ডি ব্যাটারিতে ওপরের পদ্ধতি অনুসরণ করেই তার যুক্ত করে নেওয়া যাবে।