আলাদাভাবে অ্যাপল টিভি প্লাস স্ট্রিমিং পরিষেবাটি কেনার জন্য যুক্তরাষ্ট্রে প্রতি মাসে ৯.৯৯ ডলার খরচ করতে হয় গ্রাহকদের।
Published : 22 Mar 2025, 01:08 PM
অ্যাপল টিভি প্লাস-এর সাবস্ক্রিপশন কমে যাওয়ায় স্ট্রিমিং পরিষেবায় বছরে একশ কোটি ডলারেরও বেশি লোকসানের মুখে পড়ছে অ্যাপল।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে বৃহস্পতিবার আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৯ সালে অ্যাপল টিভি প্লাস চালুর পর থেকে কনটেন্টের জন্য বছরে পাঁচশ কোটি ডলারেরও বেশি খরচ করেছে প্রযুক্তি জায়ান্টটি। তবে গত বছর কাটছাঁট করে তা থেকে প্রায় ৫০ কোটি ডলার কমিয়ে এনেছে অ্যাপল।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি মার্কিন আইফোন নির্মাতা কোম্পানিটি।
‘টেড ল্যাসো’, ‘মর্নিং শো’, ‘শ্রিংকিং’ ও ‘সিভারেন্স’-এর মতো মৌলিক অনুষ্ঠানের জন্য পরিচিত অ্যাপল টিভি প্লাস। তবে গ্রাহক সংখ্যার দিক থেকে অ্যাপলের এই স্ট্রিমিং পরিষেবাটি প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স, ডিজনি প্লাস ও অ্যামাজনের প্রাইম ভিডিওর চেয়ে পিছিয়ে পড়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সর্বশেষ তথ্য অনুসারে, নেটফ্লিক্সের মোট গ্রাহক সংখ্যা ৩০ কোটি এক লাখ, ডিজনি প্লাস-এর ব্যবহারকারী ১২ কোটি ৪৬ লাখ ও ওয়ার্নার ব্রোস ডিসকভারি’র ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৬৯ লাখ।
বিনিয়োগ গবেষণার জন্য আর্থিক বিশ্লেষণ সফটওয়্যার ‘ভিজিবল আলফা’র মাধ্যমে জরিপ করা পাঁচজন বিশ্লেষকের অনুমান, অ্যাপল টিভি প্লাস-এর গ্রাহক সংখ্যা কমেনি। ২০২৪ সালের শেষে চার কোটি ৪ লাখে পৌঁছেছে এর গ্রাহক সংখ্যা।
জানুয়ারিতে অ্যাপলের সিইও টিম কুক বলেছিলেন, দুই হাজার পাঁচশটিরও বেশি মনোনয়ন ও পাঁচশ ৩৮টি পুরষ্কার জিতেছে অ্যাপল টিভি প্লাস-এর বিভিন্ন প্রোগ্রাম।
স্ট্রিমিং শিল্পে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক টানতে ধারাবাহিকভাবে নিজেদের বিভিন্ন পরিষেবায় ছাড়ের হার বাড়িয়েছে বিভিন্ন মিডিয়া কোম্পানি।
অ্যাপল টিভি প্লাস ব্রডব্যান্ড পরিষেবা ‘কমকাস্ট’-এ একটি বান্ডলের অংশ হিসেবে প্রতি মাসে ১৫ ডলারে আমেরিকান টেলিভিশন চ্যানেল পিকক ও নেটফ্লিক্স-এর সঙ্গে পরিষেবাটি একসঙ্গে সরবরাহ করে।
আলাদাভাবে অ্যাপল টিভি প্লাস স্ট্রিমিং পরিষেবাটি কেনার জন্য যুক্তরাষ্ট্রে প্রতি মাসে ৯.৯৯ ডলার খরচ করতে হয় গ্রাহকদের।
অ্যাপল টিভি প্লাস-কে অ্যাপল ওয়ান প্রোগ্রামের অধীনে আইক্লাউড, অ্যাপল মিউজিক ও অন্যান্য পরিষেবার সঙ্গেও যোগ করেছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক এই কোম্পানিটি।