এটা পরিষ্কার যে, ওপেনএআইয়ের আচরণ ভারতের ‘ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন’ সদস্য ও অন্যান্য সংবাদমাধ্যমের ‘মূল্যবান কপিরাইটের জন্য বিপদ’ তৈরি করেছে।
Published : 27 Jan 2025, 01:21 PM
এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যোগ দিয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ও গৌতম আদানির মালিকানাধীনসহ সেদেশের ২০টি সংবাদমাধ্যম।
আইনি কাগজপত্র বলছে, আম্বানি-আদানির ডিজিটাল সংবাদসাইট’সহ ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের মতো ভারতের প্রভাবশারী পত্রিকাসহ নানা সংবাদমাধ্যমের কপিরাইটেড কনটেন্ট অপব্যবহার করছে ওপেনএআই। ফলে কোম্পানিটির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে তারা।
আদানির ‘এনডিটিভি’ ও আম্বানির ‘নেটওয়ার্ক ১৮’সহ ভারতের কয়েকটি সংবাদ প্রকাশক কোম্পানি নয়াদিল্লির এক আদালতকে বলেছে, চ্যাটজিপিটি নির্মাতার বিরুদ্ধে দেশটিতে চলমান মামলায় যোগ দিতে চায় তারা। কারণ, তাদের বিভিন্ন সংবাদ সাইটকে ধ্বংস করছে ওপেনএআই, আর শক্তিশালী এআই টুলের ব্যবহারকারীদের কাছে তাদের প্রকাশনা জমা রাখছে ও ফের তৈরি করে ক্রেতাদের দিচ্ছে। আর এ নিয়ে উদ্বিগ্ন তারা।
ওপেনএআইয়ের বিরুদ্ধে ভারতের ডিজিটাল সংবাদ প্রকাশকদের এ মামলার বিষয়টি প্রথম প্রকাশ করে রয়টার্স, যা ভারতে চ্যাটজিপিটির বিরুদ্ধে চলমান আইনি লড়াইকে আরও জোরালো করে তুলেছে।
রয়টার্স লিখেছে, কোম্পানিটির বিরুদ্ধে অন্যতম হাই-প্রোফাইল এ লড়াইয়ে গত বছর প্রথমবারের মতো মামলা দায়ের করেছিল ভারতের স্থানীয় বার্তা সংস্থা ‘এএনআই’। ভারতীয় বই প্রকাশকরাও এখন এতে যোগ দিয়েছেন।
ওপেনএআইয়ের বিরুদ্ধে নয়াদিল্লির আদালতে দায়ের করা ১৩৫ পৃষ্ঠার এ মামলার নথি এখনও প্রকাশ্যে আসেনি। তবে রয়টার্স লিখেছে, এটা পরিষ্কার যে, ওপেনএআইয়ের এমন আচরণ ভারতের ‘ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন’ বা ডিএনপিএ সদস্য ও অন্যান্য সংবাদমাধ্যমের ‘মূল্যবান কপিরাইটের জন্য স্পষ্টভাবে বিপদ’ তৈরি করেছে।
নিজেদের সফটওয়্যারকে প্রশিক্ষণের জন্য ওপেনএআই বিভিন্ন ধরনের কনটেন্ট অবৈধভাবে ব্যবহার করছে বলে বিশ্বজুড়ে বিভিন্ন দেশেই কোম্পানিটি মামলার মুখে পড়েছে৷
এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে কপিরাইট প্রশ্নে ওপেনএআই ও মাইক্রোসফট-এর বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস।
এর পর গত বছরের নভেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করে কানাডার অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর একটি জোট।
এ মামলা দায়ের করেছে দেশটির ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, আদানির এনডিটিভি ও ডিএনপিএ। মুকেশ আম্বানির ‘নেটওয়ার্ক ১৮’সহ প্রায় ২০টি সংবাদমাধ্যম ও দৈনিক ভাস্কর-এর মতো সংবাদমাধ্যমের প্রতিনিধিত্ব করে ডিএনপিএ। এগুলোর মধ্যে অনেকেরই সমৃদ্ধ সংবাদপত্র ও টেলিভিশন সংবাদ ব্যবসাও রয়েছে।
তবে ডিএনপিএ’র সদস্য হয়েও ওপেনএআইয়ের বিরুদ্ধে এ আইনি চ্যালেঞ্জে অংশ নিচ্ছে না টাইমস অফ ইন্ডিয়া।
ভারতের সংবাদমাধ্যমের এ নতুন অভিযোগের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই। এ ধরনের অভিযোগ বারবারই অস্বীকার করে কোম্পানিটি বলেছে, সবার জন্য উন্মুক্ত এমন ডেটা বা তথ্য থেকে তাদের এআই মডেলকে প্রশিক্ষণ দেয় তারা।
এদিকে, এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি কোনও ভারতীয় গণমাধ্যমও।