ইন্টারনেট ব্যবহার বা এতে প্রবেশাধিকারের ওপর বিশ্বের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের এই দেশটিতে।
Published : 26 Dec 2024, 02:27 PM
যোগাযোগ অ্যাপ হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে স্টোরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরানি কর্তৃপক্ষ। দেশটিতে এ নিষেধাজ্ঞা ছিল দুই বছরের বেশি সময় ধরে।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দেশটিতে ইন্টারনেট বিধিনিষেধ কমিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইন্টারনেট ব্যবহার বা এতে প্রবেশাধিকারের ওপর বিশ্বের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের এই দেশটিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেইসবুক, টুইটার ও ইউটিউব ব্যবহারে ইরানে নিষেধাজ্ঞা থাকলেও ভিপিএন-এর মাধ্যমে এসব অ্যাকাউন্ট নিয়মিতভাবে ব্যবহার করেন দেশটির অনেক নাগরিক।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে হওয়া এক বৈঠকের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ বলেছে, “হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-এর মতো জনপ্রিয় বিদেশি প্লাটফর্মে প্রবেশের বিধিনিষেধ কমিয়ে আনতে সংখ্যাগরিষ্ঠ ভোটে পৌঁছেছেন তারা।”
“আজ ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা দূর করার প্রথম ধাপ নেওয়া হয়েছে,” ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আইআরএনএ।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি ব্যবহৃত হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, এ বছরের সেপ্টেম্বরে ইরান’সহ যেসব দেশ ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সেসব দেশে অনলাইন সেন্সরশিপ এড়াতে সহায়তা করার জন্য বড় প্রযুক্তি কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।