কোম্পানিগুলোর বিরুদ্ধে ইইউ নীতিমালার আওতাধীন জরিমানা আরোপ করার ক্ষমতা পেয়েছে আইরিশ নিয়ন্ত্রক সংস্থা ‘কমিসিউন না মিন’।
Published : 29 Sep 2024, 11:13 PM
জঙ্গিবাদকে মহিমান্বিত করে এমন কনটেন্ট রাখার দায়ে আয়ারল্যান্ডে বড় জরিমানার ঝুঁকিতে পড়তে পারে বিভিন্ন ইন্টারনেট কোম্পানি।
কোম্পানিগুলোর বিরুদ্ধে ইইউ নীতিমালার আওতাধীন জরিমানা আরোপ করার ক্ষমতা পেয়েছে আইরিশ নিয়ন্ত্রক সংস্থা ‘কমিসিউন না মিন’।
এ বিষয়ে আইরিশ বিচার বিভাগ বলেছে, এ নতুন ক্ষমতায় আয়ারল্যান্ডের জাতীয় আইনশৃঙ্খলা সংস্থা ‘গার্দা সিওচানা’র কনটেন্ট সরানোর আদেশ জারি করার পরপরই ‘অনলাইন থেকে দ্রুতগতিতে জঙ্গিবাদ সংশ্লিষ্ট বিভিন্ন কনটেন্ট সরানোর সুযোগ মিলবে’।
এ নীতিমালা অনলাইনের সেইসব কনটেন্টের বেলায় প্রযোজ্য, যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে কথা বলে।
এর মধ্যে রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশংসা করা, অন্যদেরকে বিভিন্ন অপরাধে জড়ানোর বিষয়ে প্ররোচিত করা অথবা সরাসরি কোনো জঙ্গি সংগঠনের কাজে অংশ নেওয়া বা তাদেরকে সহায়তা করা।
এতে বিভিন্ন অনলাইন হোস্টিং সেবাদাতার ওপর প্রশাসনিক জরিমানা আরোপ করার ক্ষমতা পাবে কমিসিউন, যেখানে ইউরোপীয় ইউনিয়নের ‘টেরোরিজম কনটেন্ট অনলাইন রেগুলেশন’ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কোম্পানির জরিমানা হতে পারে বিশ্বজুড়ে নিজেদের বার্ষিক আয়ের চার শতাংশ পর্যন্ত।
এ বিষয়ে আয়ারল্যান্ডের সুবিচার মন্ত্রী হেলেন ম্যাকএন্টি বলেছেন, “অনলাইন সেবাদাতাদের ওপর অপসারণের আদেশ জারি করার উপযুক্ত কর্তৃপক্ষ হিসাবে গার্দা সিওচানা’কে নিয়োগ দেওয়ার পাশাপাশি আমরা এরইমধ্যে বেশ কয়েকটি প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন করেছি।
“এতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে গার্দা সিওচানার, যা তাদের ‘কিপিং পিপল সেইফ’ মিশনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”
“গার্দা সিওচানার আদেশ পুরোপুরি মেনে চলতে ব্যর্থ অনলাইন সেবাদাতাদের কাছ থেকে জরিমানা সংগ্রহের বেলায়, কমিসিউন না মিন’ও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন থেকে।”