ক্যামেরার শাটার বোতাম নতুন কোনো ধারণা নয়। কিন্তু আইফোনের এ ক্যামেরা বোতাম কী শুধু শাটার হিসেবেই ব্যবহার হবে? উত্তর হল, না। এতে রয়েছে বিশেষ সব ফিচার।
Published : 14 Sep 2024, 04:42 PM
আইফোনের মতো জায়ান্ট ব্র্যান্ড নতুন কিছু প্রকাশ করলে তা নিয়ে এমনিতেই অনেক আলোচনা সমালোচনা হয়। এবারের আইফোন ১৬ সিরিজের এমনই এক নতুন সংযোজন ‘ক্যামেরা বাটন’।
ক্যামেরার শাটার বোতাম নতুন কোনো ধারণা নয়। কিন্তু আইফোনের এ ক্যামেরা বোতাম কী শুধু শাটার হিসেবেই ব্যবহার হবে? উত্তর হল, না। এতে রয়েছে বিশেষ সব ফিচার। চলুন জেনে নেওয়া যাক আইফোন ১৬ সিরিজের ডান পাশের এ বোতামের বিস্তারিত ব্যবহার।
কীভাবে কাজ করবে?
আইফোনের ক্যামেরা কন্ট্রোল একটি ফিজিকাল বাটন যা চাপলে ডেবে যায়। তবে, এতে হ্যাপটিক টাচ প্রতিক্রিয়াও রয়েছে, অনেকটা ম্যাকবুকের টাচপ্যাডের মতো।
বোতামের পৃষ্ঠটি একটি মসৃণ ক্যাপাসিটিভ সারফেইস যা ব্যবহারকারীর আঙুলের গতিতে সাড়া দেয়।
বোতামটিতে ‘হাফ প্রেস’ বা হালকাভাবে বোতাম চাপলে একটি স্ক্রিন ওভারলে দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
ক্যামেরা চালু করুন
আইওএস ১৮-এর নতুন ফিচারগুলোর মধ্যে একটি হল লক স্ক্রিন থেকে ডিফল্ট ক্যামেরা আইকনটি সরিয়ে অন্য অ্যাপ স্থাপন করার সুযোগ। এটি করলে ক্যামেরা বোতামে চাপ দিলে দ্রুত বিল্ট-ইন ক্যামেরা অ্যাপ চালু হবে।
সম্ভবত আগের তুলনায় এটি দ্রুত ক্যামেরা চালু করবে, কারণ ফোন ধরা অবস্থায় ফোনের ডান পাশে স্বাভাবিকভাবে বুড়ো আঙুল রাখলে কাছাকাছিই বোতামটির অবস্থান।
প্রচলিত উপায়ে ছবি বা ভিডিও ধারণ করা
ছবি তোলার জন্য ক্যামেরা কন্ট্রোল বোতামে চাপলেই হবে। আর বোতামটি চেপে কয়েক সেকেন্ড ধরে রাখলেই ভিডিও রেকর্ড চালু হয়ে যাবে।
পাশাপাশি, বোতাম অর্ধেক চাপলে ক্যামেরা স্ক্রিন ইন্টারফেইসের বিভিন্ন অপশন স্ক্রিনের ওপর থেকে সরে যাবে। অর্থাৎ ছবির সাবজেক্ট বা দৃশ্য আরও পরিষ্কারভাবে দেখা যাবে।
পাশাপাশি, ভবিষ্যতে সফটওয়্যার আপডেটে হাফ প্রেস দিয়ে বোতামটি চেপে ধরে রাখলে ফোকাস লক করার ফিচার আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে সিনেট। বেশিরভাগ আধুনিক ক্যামেরায় শাটার বোতামে ‘হাফ প্রেস’ বা অর্ধেক চেপে এ কাজটি করা যায়।
জুম ও ক্যামেরা বদলানো যাবে
সম্ভবত ক্যামেরা কন্ট্রোলের সবচেয়ে বড় সুবিধা হল, স্ক্রিনজুড়ে আঙুল না ঘুড়িয়ে অনেক ফিচারই একসঙ্গে পেয়ে যাবেন এক বোতামে।
জুম করে ফ্রেম ছোট বড় করতে, ক্যামেরা চালু করে কেবল বোতামটি টাচ করলে একটি স্লাইডার আসবে, এরপর আঙুল সামনে পেছনে নিয়েই জুম অ্যাডজাস্ট করা যাবে।
ক্যামেরা বোতামের ওপর দুবার টাচ করলে বিভিন্ন ক্যামেরা অপশনসহ একটি স্ক্রিন ওভারলে আসবে।
এখান থেকে ক্যামেরা অপশন যেমন আল্ট্রা ওয়াইড ক্যামেরা, টেলিফটো ক্যামেরা বেছে নেওয়া যাবে।
এক্সপোজার এবং ডেপথ
ক্যামেরা কনট্রোল দুবার টাচ করলে যে ওভারলে দেখা যাবে সেখান থেকে এক্সপোজার এবং ডেপথ ও বদলে নেওয়া যাবে। ডেপথ হল অ্যাপারচারের ফল। তবে, আইফোনের সব ক্যামেরায় ফিক্সড অ্যাপারচার রয়েছে, ফলে পোরট্রেইট মোডের ‘সিমুলেটেড অ্যাপারচার’ ঠিক করা যাবে এ অপশন থেকে। ক্যামেরা ছবির সাবজেক্ট শনাক্ত করলেই স্বয়ংক্রিয়ভাবে ডেপথ-এর তথ্য ধারণ করবে।
ফটোগ্রাফিক স্টাইল
ফটোগ্রাফিক স্টাইলগুলোকে আইফোন ১৬ সিরিজে নতুনভাবে সাজিয়েছে অ্যাপল। স্টক ফিল্টার হিসেনে না রেখে সেগুলো এডিট করারও সুযোগ এনেছে কোম্পানিটি। আর ক্যামেরা কন্ট্রোল বোতামের মাধ্যমে স্টাইল বা ফিল্টারও বেছে নেওয়া যাবে।
বোতামে দুবার টাচ করে স্ক্রিন ওভারলে চালু করুন। বোতামের ওপরে আঙুল দিয়ে টেনে ‘ফটোগ্রাফিক স্টাইলস’ অপশন বেছে নিন। আবারও আঙুল দিয়ে টেনে সরাসরি বিভিন্ন স্টাইল বা ফিল্টার দেখুন ও নিজের পছন্দ অনুসারে একটি বেছে নিন।
ভিডিও’র বেলায়ও কাজ করে
এ ক্যামেরা কন্ট্রোল অপশন ভিডিও শুট করার সময়ও কাজে আসবে। অ্যাপলের গ্লো টাইম ইভেন্টে এক ডেমো ভিডিওতে দেখা গেছে রেজুলিউশন ও ফ্রেম রেট যেমন ৪কে ১২০ এফপিএস, নিয়ন্ত্রণে এ বোতাম ব্যবহার করা সম্ভব।
শুধুই কী ক্যামেরা ফিচার?
অ্যাপল ইনটেলিজেন্স-এর সঙ্গে প্রকাশ পাওয়া এ বোতামে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার থাকবে না, তা কী হয়?
ক্যামেরার প্রয়োজন এমন এক অ্যাপল ইনটেলিজেন্স ফিচারও লুকিয়ে আছে এ বোতামে।
আইফোনের স্ক্রিন লক থাকা অবস্থায় ক্যামেরা চালু করতে ক্যামেরা কন্ট্রোল বোতাম চেপে ধরে রাখুন। এই মোডে একটি ছবি তুললে অ্যাপল ইনটেলিজেন্স ছবিতে যা আছে সেটি অনুসন্ধান করে।
অ্যাপলের ডেমো ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁর বিষদ তথ্য পেতে তার ছবি তোলেন এক ব্যক্তি। একইভাবে, পাশ থেকে যাওয়ার সময় একটি কুকুরের জাত সম্পর্কে জানতে তারও ছবি নিলে সেটিও দেখা যায় ফোনের স্ক্রিনে।
মোট কথা, খুব সহজে চোখের সামনে থাকা বিভিন্ন বিষয়ে তথ্য জানতে ফিচারটি ব্যবহার করা যাবে।