“এ রেকর্ড-ভাঙা বায়ু দূষণের মাত্রার আগেও পাকিস্তানে পাঁচ বছরের কম বয়সী মোট শিশুমৃত্যুর মধ্যে ১২ শতাংশের জন্য দায়ী ছিল বায়ু দূষণ।”
Published : 13 Nov 2024, 03:39 PM
স্যাটেলাইটে ধারণ করা বিভিন্ন ছবিতে মহাকাশ থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওপর ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে, যেখানে বায়ু দূষণের রেকর্ড মাত্রা নিয়ে লড়াই করছে দেশটি।
নাসা ওয়ার্ল্ডভিউ’র তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে, দেশটির পূর্বাংশ বিষাক্ত কুয়াশায় আবৃত, যেটি ভারতের উত্তরাঞ্চল এমনকি নয়া দিল্লি পর্যন্ত বিস্তৃত।
পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের রাজধানী লাহোরে এক কোটি ৪০ লাখের বেশি মানুষের বসবাস। বৈশ্বিক বায়ুর গুনমান ট্র্যাক করা কোম্পানি আইকিউএয়ার বলছে, মঙ্গলবার সকালে তাদের জরিপে এ শহরের স্কোর চারশ’ ছাড়িয়ে গেছে।
এ ব্যবস্থায় তিনশ’র ওপরে স্কোর হলে তাকে বিষাক্ত বিবেচনা করা হয়। আর শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর পেলে তা ভাল মানের বাতাস হিসেবে বিবেচিত।
নভেম্বরের শুরুতে লাহরের কিছু অংশের রিডিং এক হাজার নয়শ ছাড়িয়ে যায়, যা এ রিডিং ব্যবস্থার সর্বোচ্চ রেকর্ড।
মঙ্গলবার আইকিউএয়ারের প্রতিবেদনে আরও উঠে আসে, ‘পিএম ২.৫’ শ্রেণির মাইক্রোকণা, যা ফুসফুস দিয়ে মানুষের রক্তে প্রবেশ করে ক্যান্সারের সংক্রমণ ঘটাতে পারে, লাহোরের বাতাসে এর ঘনত্ব প্রস্তাবিত নির্দেশিকার চেয়ে ৫০ গুণেরও বেশি ছিল।
পাকিস্তানের পূর্বাংশের শহরটি প্রায়শই বিশ্বের অন্যতম বায়ুদূষণওয়ালা অঞ্চল হিসেবে তালিকায় শীর্ষে উঠে আসে।
স্থানীয় কর্তৃপক্ষ আউটডোরের বেশিরভাগ কাজই নিষিদ্ধ করেছে, যেখানে বায়ু দূষণ ঠেকাতে ১৭ নভেম্বরের আগ পর্যন্ত সকল দোকান, স্কুল ও জনসমাগমপূর্ণ এলাকা প্রচলিত সময়ের আগেই বন্ধ করার নির্দেশনা এসেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, এরইমধ্যে অঞ্চলটির ৪০ হাজারের বেশি রোগীর শ্বাসযন্ত্র সংশ্লিষ্ট রোগের চিকিৎসা হয়েছে, যেখানে বিভিন্ন হাসপাতালে চোখ, গলার জ্বালা ও পিংক আই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে দেখা গেছে।
এ ঘটনা এমন এক সময় ঘটল, যখন জাতিসংঘের একটি সংস্থা সতর্ক করেছে যে, এ বিষাক্ত ধোঁয়া মোকাবেলায় যথেষ্ট ব্যবস্থা না নিলে পাঞ্জাব অঞ্চলের এক কোটি ১০ লাখ শিশুর স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।
পাকিস্তানে ইউনিসেফ প্রতিনিধি আব্দুল্লাহ ফাদিল বলেছেন, “এ রেকর্ড-ভাঙা বায়ু দূষণের মাত্রা উঠে আসার আগেও পাকিস্তানে পাঁচ বছরের কম বয়সী মোট শিশুমৃত্যুর মধ্যে ১২ শতাংশের জন্য দায়ী ছিল বায়ু দূষণ।”