এতে প্রায় এক লাখ টাকার পণ্য পুড়ে ছাই হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
Published : 18 Apr 2025, 04:18 PM
রাজশাহীর পুঠিয়া পৌরসভার পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক লাখ টাকার টিসিবির পণ্য পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার রাত ১টার দিকে পুঠিয়া থানার সামনে পৌরসভার পুরোনো ভবনে এ ঘটনা ঘটে বলে জানান পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন।
তিনি বলেন, পৌরসভার পুরোনো ভবনটি বর্তমানে টিসিবির পণ্য রাখার গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। মধ্যরাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়।
“আগুনে টিসিবির তেল, মসুর ডাল ও চাল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক এক লাখ টাকা।”
সরোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের একটি বৈদ্যুতিক বোর্ড এবং আশপাশে পড়ে থাকা তেল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, পুরোনো ভবনটিতে পৌর কার্যক্রম না চললেও টিসিবির পণ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হত।
পণ্য বিক্রির পর গোডাউনে খুব বেশি মালামাল ছিল না, তাই ক্ষতির পরিমাণ সীমিত হয়েছে বলে জানান তিনি।