কত হাত সামলাবে টিসিবি
কদিন পরই রোজা। তাই চড়া মূল্যের বাজারের চেয়ে খানিকটা কম দামে তেল, ডাল, চিনি আর ছোলা-খেজুর পেতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের পেছনে ছুটছেন স্বল্প আয়ের মানুষ। সোমবার ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় টিসিবির পণ্য নিতে দেখা যায় ব্যাপক ভিড়। কে কার আগে নেবেন, তা নিয়ে হয় তুমুল প্রতিযোগিতা। তেল-চিনি-ডাল শেষ হওয়ার আগেই ভিড় ঠেলে নিতে না পেরে খালি হাতেও ফেরেন অনেকে।