ই-রিডারে বই পড়তে গেলে প্রয়োজন অনুসারে লেখার আকার সামঞ্জস্য করতে হতে পারে, কারণ ডিফল্ট সেটিং যে সবার জন্য কাজ করবে তার সম্ভাবনা কম।
Published : 19 Nov 2024, 06:13 PM
পড়তে পছন্দ করেন কিন্তু বড় ভারী বই সবসময় নিয়ে ঘুরতে ইচ্ছে হয় না? এমন মানুষের জন্যই সম্ভবত অ্যামাজন নিয়ে এসেছিল নিজেদের ই-রিডার কিন্ডল। প্রযক্তির এ যুগে এসে অনেকেই ই-বুক পড়ে অভ্যস্থ।
কেউ ই-রিডারে বই পড়লে প্রয়োজন অনুসারে লেখার ফন্ট বা আকার সামঞ্জস্য করতে হতে পারে, কারণ ডিফল্ট সেটিং সবার পছন্দ নাও হতে পারে। ভালো খবর হল, কিন্ডলে এসব সেটিং খুব সহজেই নিজের পছন্দ অনুসারে সাজিয়ে নিতে পারেন।
কিন্ডল-এর বেইস মডেল, ‘কিন্ডল পেপারহোয়াইট’, ‘কিন্ডল কালারসফট’ বা ‘কিন্ডল স্ক্রাইব’ যেটিই ব্যবহার করুন না কেন; কীভাবে ফন্ট ও লেআউট পরিবর্তন করবেন সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটালট্রেন্ডস।
ফন্টের আকার বদলাতে
১. নিজের কিন্ডল ডিভাইস-এর ‘লাইব্রেরি’-তে যান।
২. যে বই পড়তে চান সেটি বেছে নিন।
৩. স্ক্রিনের ওপরে চেপে মেনু ইন্টারফেইস চালু করুন।
৪. মেনু বার থেকে ‘বুক টেক্সট’ সেটিং বেছে নিন। এ আইকন দেখতে পাশাপাশি বড় ও ছোট হাতের ইংরেজি ‘এ’ অক্ষরের মতো।
৫. ‘ফন্ট’ অপশনটি বেছে নিন।
৬. টাইপফেইস বা লেখার ধরন বদলাতে চাইলে ‘ফন্ট ফ্যামিলি’ অপশন বেছে নিতে পারেন। ডিফল্ট অপশন হিসেবে থাকে ‘বুকারলি’ ফন্ট। তবে, আরও ৮ ধরনের ফন্ট বেছে নিতে পারবেন, যার মধ্যে ‘ওপেনডিসলেক্সিক’ নামের ফন্টটি ডিসলেক্সিয়ায় আক্রান্ত মানুষদের জন্য।
৭. বোল্ড সেটিং পরিবর্তন করার জন্য মাইনাস অথবা প্লাস চিহ্নে চাপুন।
৮. ‘সাইজ’ লেখা অপশনের নিচে ‘মাইনাস’ এবং ‘প্লাস’ চিহ্নে চেপে ফন্ট সাইজ ছোট বা বড় করে নিন।
৯. সেটিংস বক্সের বাইরে যেকোনো জায়গায় চাপলেই বেছে নেওয়া সেটিং সেইভ হয়ে যাবে।
থিম ও লেআউট
ফন্ট ও আকার সামঞ্জস্য করার পাশাপাশি বইয়ের থিম বা লেআউটও সামঞ্জস্য করতে পারেন। কিন্ডলের থিম হল, ফন্ট সাইজ ও লেআউটের সেটিংস যা ‘প্রিসেট’ বা আগে থেকেই ঠিক করা থাকে। এটিও আবার নিজের প্রয়োজন অনুসারে বদলে নিতে পারেন।
১. প্রথমে ওপরের ১ থেকে ৪ নং ধাপ পর্যন্ত একইভাবে অনুসরণ করুন। এর পরের স্ক্রিনে ‘লেআউট’ অপশনটি বেছে নিন।
২. বিভিন্ন অপশন থেকে পছন্দ অনুসারে, ওরিয়েন্টেশন, অ্যালাইনমেন্ট , মার্জিন স্পেইসিং বেছে নিন।
৩. মেনু থেকে ‘থিম’ অপশনটি বেছে নিন।
৪. এবারে একটি প্রিসেট থিম বেছে নিতে পারেন যেটি ফন্ট ও লেআউট সেটিং পরিবর্তন করবে। এখানে অন্যান্য কিছু পরিবর্তন করে থাকলে এটি ‘কাস্টম থিম’ হিসেবে ব্যবহার করতে পারবেন।