‘আর্জেন্টিনার আছে সেরা গোলরক্ষক’

শেষ দিকে অল্পের জন্য আর্জেন্টিনাকে গোল হজম করতে দেননি এমিলিয়ানো মার্তিনেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2022, 06:37 AM
Updated : 4 Dec 2022, 06:37 AM

পোস্টের নিচে অনেকদিন ধরেই আর্জেন্টিনার বিশ্বস্ত প্রহরী এমিলিয়ানো মার্তিনেস। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দিকের রুদ্ধশ্বাস লড়াইয়ে আরও একবার আস্থার প্রতিদান দিলেন তিনি। দারুণ একটি সেভ করে এড়ালেন ম্যাচের অতিরিক্ত সময়ে যাওয়া। সতীর্থ রদ্রিগো দে পলের চোখে মার্তিনেস সেরা গোলরক্ষকদের একজন।

শেষ ষোলোর ম্যাচে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ে মার্তিনেসের ওই সেভ নির্ধারিত সময়েই জয় এনে দেয় লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের। তা না হলে আরও ৩০ মিনিটের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হতো মার্তিনেস-দে পলদের।

ঢিমেডালে শুরু হওয়া ম্যাচের ৩৫তম মিনিটে আর্জেন্টিনাকে দারুণ এক গোলে উজ্জীবিত করেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে অস্ট্রেলিয়ান গোলরক্ষকের ভুলে হুলিয়ান আলভারেসের গোলে নিরাপদ অবস্থানে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এরপর নিস্তরঙ্গ ম্যাচে হুট করেই যেন লাগে জোর হাওয়া। ৭৭তম মিনিটে অস্ট্রেলিয়ার ক্রেইগ গুডউইনের শট আর্জেন্টিনার এনসো ফার্নান্দেসের মুখের এক পাশে লেগে দিক পরিবর্তন করে ঢুকে যায় জালে। খেলায় উত্তেজনা ফেরে প্রবলভাবে। উজ্জীবিত হয়ে ওঠে অস্ট্রেলিয়ানরাও।

৭ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে প্রায় গোল খেয়েই বসেছিল আর্জেন্টিনা। তাদের ত্রাতা মার্তিনেস। ছয় গজ বক্সে ফাঁকায় বল পেয়ে জোরাল শট নেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড গ্যারাং কৌল। অনেকটা সামনে এগিয়ে এসে মার্তিনেস দু-হাত প্রসারিত করে বল রুখে দিয়ে দলকে এনে দেন জয়ের হাসি।

ম্যাচ শেষে মিডফিল্ডার দে পল সতীর্থকে স্তুতিতে ভাসালেন।

“ভয়ঙ্কর একটি চেষ্টা ছিল। আমরা জানি যে, বড় কিছু অর্জন করতে হলে দারুণ একজন গোলরক্ষক প্রয়োজন। আমার মনে হয়, আমাদের দলে সেরা গোলরক্ষকই আছে।”

নকআউট পর্বের প্রথম ধাপ পেরিয়ে আরেকটি পরীক্ষার সামনে আর্জেন্টিনা। শেষ আটে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আগামী শুক্রবার মুখোমুখি হবে দুই দল।