এক যুগ পর কোনো জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে ‘এল লোকো’ বা ‘পাগলাটে’ নামে পরিচিত এই আর্জেন্টাইন কোচ।
বার্সেলোনার মিডফিল্ডার গাভির নিবন্ধন আটকে দিয়েছে লা লিগা। ফলে কাতালান ক্লাবটির মূল দলের খেলোয়াড়ের মর্যাদা হারিয়েছেন এই স্প্যানিয়ার্ড। একই সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে তার ৬ নম্বর জার্সি।
গত জানুয়ারিতে বার্সেলোনার মূল দলের খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হন গাভি। তখন তাকে দেওয়া হয়েছিল ৬ নম্বর জার্সি, একটা সময় যেটি পরতেন দলটির বর্তমান কোচ শাভি এর্নান্দেস।
খেলোয়াড়দের বেতন ও ক্লাবের আয়ের সমন্বয় না থাকায় আটকে দেওয়া হয়েছে গাভির নিবন্ধন। এখন বার্সেলোনার একাডেমির চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে থাকবেন তিনি। অর্থাৎ মৌসুমে শেষে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ক্লাব ছাড়তে পারবেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।
অবশ্য তার কাম্প নউ ছাড়ার সম্ভাবনা কম। মূল দলের চুক্তি হারালেও শাভির দলের হয়ে তার খেলতেও কোনো বাধা নেই। মৌসুমের বাকি সময়ে আগের ৩০ নম্বর জার্সি পরে খেলতে হবে তাকে।