স্প্যানিশ ফুটবল
আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের এবারের চোট গুরুতর কিছু হবে না বলে আশা করছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
Published : 01 Mar 2025, 10:11 PM
চোট কাটিয়ে মাঠে ফেরার দুয়ারে ছিলেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। কিন্তু বিধি বাম। আবারও চোট আঘাত হানল তার শরীরে। তাতে মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো বার্সেলোনা ডিফেন্ডারের।
লা লিগায় রোববার রেয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। তিন দিন আগে এই ম্যাচ দিয়ে ফেরার সবুজ সংকেত পেয়েছিলেন ক্রিস্টেনসেন। কিন্তু নতুন চোট শেষ করে দিল সেই সম্ভাবনা।
চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচই খেলতে পেরেছেন ২৮ বছর বয়সী ক্রিস্টেনসেন; অগাস্টে ভালেন্সিয়ার বিপক্ষে দলের প্রথম লিগ ম্যাচ। এরপর অ্যাকিলিসের চোটে জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন তিনি।
ওই চোট কাটিয়ে অনুশীলনে ফেরার পর দুর্ভাগ্য আবারও সঙ্গী হয় ডেনমার্কের এই ফুটবলারের। পায়ের পেশির সমস্যায় ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয় তাকে।
চলতি সপ্তাহের শুরুতে ক্রিস্টেনসেনকে ফিট ঘোষণা করে বার্সেলোনা। প্রতিযোগিতামূলক ফুটবলে তাকে খেলার অনুমতি দেওয়া হয়। কিন্তু ফের চোট বাধা হয়ে দাঁড়াল তার সামনে।
সোসিয়েদাদ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক নিশ্চিত করেন ক্রিস্টেনসেনের নতুন করে চোট পাওয়ার কথা।
“এখন আমি যা বলতে পারি, তা হলো আন্দ্রেয়াস আজকে সকালের অনুশীলন সেশনে চোট পেয়েছে। রোববার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাকে খেলানোর কথা ভাবা হচ্ছিল, কিন্তু সে আবারও চোটে পড়েছে। তার চোট কতটা গুরুতর, সেটাই দেখছি। আশা করি, তেমন খারাপ কিছু নয়।”
২০২২ সালে চেলসি ছেড়ে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন ক্রিস্টেনসেন। নিজের প্রথম মৌসুমে লা লিগা জয়ের স্বাদ পান তিনি। সেবার সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন ৩২ ম্যাচ।
দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠা ক্রিস্টেনসেনকে পরের মৌসুমে ৪২ ম্যাচ খেলান বার্সেলোনার তখনকার কোচ শাভি এর্নান্দেস। কিন্তু এবার তাকে খেলানোর সুযোগই পাচ্ছেন না ফ্লিক।
সোসিয়েদাদের বিপক্ষে দলে পরিবর্তনের আভাস দিলেন বার্সেলোনা কোচ