স্প্যানিশ ফুটবল
আগামী ১০ দিনে চারটি ম্যাচের ব্যস্ততায় মানিয়ে নিতে খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দিতে চান হান্সি ফ্লিক।
Published : 01 Mar 2025, 10:14 PM
শেষ ধাপে এসে পৌঁছেছে চলতি মৌসুম। তিনটি ট্রফির জন্য লড়াই করছে বার্সেলোনা। সামনে তাই ভীষণ ব্যস্ত সূচি। কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে সামনের লিগ ম্যাচে দলে পরিবর্তনের আভাস দিলেন কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক।
এই বছরে দুর্দান্ত সময় কাটছে বার্সেলোনার, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত আছে তারা। লা লিগায় আছে শীর্ষে। কোপা দেল রেতে খেলছে সেমি-ফাইনালে। আর চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে উঠেছে নকআউট পর্বে।
পরের ম্যাচে লা লিগায় রোববার সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। এর তিন দিনের মাথায় তারা ইউরোপ সেরার মঞ্চে লড়বে বেনফিকার বিপক্ষে, শেষ ষোলোর প্রথম লেগে। তার তিন দিন পর আবার ম্যাচ লা লিগায়, ওসাসুনার বিপক্ষে।
আগামী ১০ দিনে চারটি ম্যাচ থাকায়, খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দিতে সোসিয়েদাদের বিপক্ষে দলে কিছু পরিবর্তন আনার কথা শনিবার সংবাদ সম্মেলনে জানান ফ্লিক।
“(এই পরিস্থিতিতে) মানিয়ে নেওয়াটা সহজ নয়। এজন্য যা করণীয়, আমরা করব। আমরা সতেজ খেলোয়াড়দের খেলাব।”
“আমরা তিনটি প্রতিযোগিতায় আছি এবং আমরা তিনটি ট্রফির জন্য লড়াই করছি। আমরা যখন (মৌসুম) শুরু করেছিলাম, তখন কেউই ভাবেনি মার্চের ১ তারিখে আমরা এই অবস্থায় থাকব। এই মৌসুমে অনেক কিছু ঘটছে এবং এজন্য আমি অনুশীলনেও পরিবর্তন এনেছি।”
২৫ রাউন্ডে রেয়াল মাদ্রিদের সমান ৫৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।