ইংলিশ ফুটবল
অ্যানফিল্ডে নতুন চুক্তির একদিন পরই একটি রেকর্ড ভেঙে দিলেন মিশরীয় ফরোয়ার্ড।
Published : 13 Apr 2025, 10:10 PM
লিভারপুলে নতুন চুক্তির পর প্রথমবার মাঠে নেমেই একটি রেকর্ড নিজের করে নিলেন মোহামেদ সালাহ। তার সামনে হাতছানি এখন আরেকটি রেকর্ডের।
৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) থাকার রেকর্ড আগেই স্পর্শ করেছিলেন সালাহ। থিয়েরি অঁরি ও আর্লিং হলান্ডকে পেছনে ফেলে রেকর্ডটি এখন শুধুই মিশরীয় ফরোয়ার্ডের।
অ্যানফিল্ডে রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে লুইস দিয়াসের গোলে অবদান রেখে এককভাবে চূড়ায় ওঠেন সালাহ।
এই মৌসুমে লিগে ৪৫ গোলে অবদান রাখলেন তিনি (২৭ গোল, ১৮ অ্যাসিস্ট)। ২০০২-০৩ মৌসুমে ৪৪ গোলে অবদান রেখে রেকর্ডটি গড়েছিলেন ফরাসি গ্রেট অঁরি। ২০২২-২৩ মৌসুমে তার পাশে বসেন ম্যানচেস্টার সিটির তারকা হলান্ড।
৪২ ম্যাচের আসরে সর্বোচ্চ ৪৭টি করে গোলে অবদান রেখেছিলেন দুই গ্রেট অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরার। ১৯৯৩-৯৪ মৌসুমে কোল ও পরের মৌসুমে শিয়েরার এই অর্জনে নাম লেখান।
চলতি মৌসুমে লিগে লিভারপুলের ম্যাচ বাকি আরও ছয়টি। যেমন ছন্দে আছেন সালাহ, কোল ও শিয়েরারের যৌথ রেকর্ড ভেঙে দেওয়া তার জন্য কেবল সময়ের ব্যাপার!
৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে তারা। পরের রাউন্ডে জিতলে শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে আর্না স্লটের দলের।