স্প্যানিশ ফুটবল
কাতালান দলটির জার্সিতে উজ্জ্বল শুরুর পর পথ হারিয়ে ফেলেন এই তরুণ ফরোয়ার্ড।
Published : 14 Apr 2025, 06:46 PM
অল্প বয়সে বার্সেলোনার মূল দলে সুযোগ পেয়ে যতটা ঝলক দেখিয়েছিলেন আনসু ফাতি, সময়ের সঙ্গে ততই আড়ালে চলে গেছেন তিনি। চোটের আঘাত আর পড়তি ফর্মে এই তরুণ দলে অনিয়মিত হয়ে পড়েছেন অনেক আগেই। এখন খেলার সুযোগই খুব একটা মেলে না। এই ফরোয়ার্ডের পথ হারিয়ে ফেলার একটি কারণ খুঁজে পেয়েছেন বার্সেলোনার একাডেমির সাবেক পরিচালক শাভি মার্তিন। তার মতে, লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর তার আইকনিক ১০ নম্বর জার্সি নিয়ে নিজের ওপর বাড়তি চাপ নিয়ে ফেলেছিলেন ফাতি।
বার্সেলোনার যুব একাডেমি লা মাজিয়ায় বেড়ে ওঠা ফাতি মূল দলে সুযোগ পেয়ে যান ১৬ বছর বয়সেই। লা লিগায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও গড়েন তিনি। তার লা লিগার রেকর্ডটি পরে লামিনে ইয়ামাল ভেঙে দিলেও চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড এখনও টিকে আছে।
মুদ্রার উল্টো পিঠ দেখতেও অবশ্য ফাতির বেশি সময় লাগেনি। চোটের কারণে গত কয়েক মৌসুমে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। গত মৌসুমে এক পর্যায়ে তাকে ধারে পাঠানো হয় ইংলিশ ক্লাব ব্রাইটনে। এই মৌসুমে বার্সেলোনায় ফিরলেও একাধিকবার চোটে ছিটকে গেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলতে পেরেছেন কেবল ১৯১ মিনিট।
ইচ্ছার বিরুদ্ধে মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর ২০২১ সালের সেপ্টেম্বরে তার ১০ নম্বর জার্সি ওঠে ফাতির গায়ে। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত লা মাজিয়ার পরিচালকের পদে থাকা শাভি মার্তিন সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া সংবাদপত্র দিয়ারিও স্পোর্তকে বলেন, ওই সময়ে দায়িত্বে থাকলে ফাতিকে আইকনিক জার্সিটি নিতে মানা করতেন তিনি।
“সে অসাধারণ মানুষ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তার ১০ নম্বর জার্সি নেওয়া উচিত হয়নি। আমি যদি ওই মুহূর্তে লা মাজিয়ায় থাকতাম, তাহলে তাকে বলতাম, ‘আনসু, এখন এটার সময় নয়। যদি কখনও (সঠিক) সময় আসে, তখন এটা হবে।’ কারণ, নিজের প্রতি তার প্রত্যাশা ছিল অনেক। আমার মনে হয়, সে তার ওপর বেশি চাপ নিয়ে ফেলেছিল।”
বার্সেলোনার মূল দলে অভিষেকের পর দ্রুতই তারকাখ্যাতি পেয়ে যান ফাতি। একটি ঘটনার কথা তুলে ধরলেন মার্তিন।
“কাম্প নউয়ে তার অভিষেকের পরের দিন যখন সে লা মাজিয়ায় এলো, তখন আমি ও (পাট্রিক) ক্লাইভার্ট সেখানে ছিলাম। আমি তাকে বললাম, ‘আনসু, তুমি দেরি করেছো, ক্লাসের জন্য দেরি করে এসেছো।’ তখন সে আমাকে বলল, ‘শাভি, মেট্রোয় লোকেরা আমাকে থামিয়েছিল, জানি না কেন।’ আমি বললাম: ‘তুমি কি সত্যিই জানো না?’ আমি স্পোর্তের প্রচ্ছদটি তুলে ধরে বললাম, ‘এটা এই কারণে। এটা তোমার ছবি ম্যান, তুমি আর মেট্রোয় চড়তে পারবে না।”