১১২ রান তাড়ায় জয়ের পথে থাকা কলকাতা অবিশ্বাস্যভাবে হেরে যায় ৩৩ রানে ৮ উইকেট হারিয়ে, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হলেও নিজেকেই কাঠগড়ায় তুলছেন আজিঙ্কা রাহানে।
Published : 16 Apr 2025, 10:56 AM
আম্পায়ারের সিদ্ধান্ত ভুল। তবে আজিঙ্কা রাহানে দেখছেন নিজের ভুল। রিভিউ করার সুযোগ থাকলেও করেননি। এর চেয়েও বড় কথা, তার শটই ছিল ভুল। সেই দায় তিনি নিচ্ছেন। অবিশ্বাস্যভাবে হারার পর নিজেকেই কাঠগড়ায় তুলছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। তার বিদায় দিয়েই যে দলের ধসের শুরু!
এবারের আইপিএলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটির মোড় বদলের মুহূর্ত সেটি। মুল্যানপুরে মঙ্গলবার পাঞ্জাব কিংসকে ১১১ রানে আটকে রাখে কলকাতা। রান তাড়ায় প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে তারা এগিয়ে যাচ্ছিল রাহানে ও আঙ্কৃশ রাঘুভানশির ব্যাটে। রান ছিল এক পর্যায়ে ২ উইকেটে ৬২। এরপরই রাহানের সেই আউট।
ইউজবেন্দ্রা চেহেলের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি তিনি। এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রাহানে রিভিউ না নিয়ে চলে যান মাঠ ছেড়ে। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বলের ‘ইম্প্যাক্ট’ ছিল অফ স্টাম্পের বাইরে।
সেই শুরু। নাটকীয় পালাবদলে একের পর এক উইকেট হারাতে থাকে কলকাতা। ৩৩ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে চ্যাম্পিয়নরা। ১১১ রানের পুঁজি নিয়েও ১৬ রানের স্মরণীয় জয় পায় পাঞ্জাব কিংস। আইপিএলে সবচেয়ে কম রান নিয়ে জয়ের রেকর্ড যেটি।
পরাজিত অধিনায়ককে ম্যাচের পরপরই দাঁড়াতে হয় মাইক্রোফোনের সামনে। কী থেকে কী হয়ে গেল, রাহানে যেন বুঝে উঠতে পারছিলেন না।
“ব্যাখ্যা করার কিছু পাচ্ছি না। সবাই দেখেছি, মাঠে কী হয়েছে। খুবই হতাশ আমার প্রচেষ্টায়। দায় নিজে নিচ্ছি, অধিনায়ক হয়েও ভুল শট খেলেছি, যদিও বল লাগত না (স্টাম্পে)। তবে সেখান থেকেই শুরু হয়েছে (ধস), দোষ তাই আমারই।”
এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আঙুল তোলার পর ক্রিজে সঙ্গী আঙ্কৃশের সঙ্গে কথা বলেছিলেন রাহানে। এরপর রিভিউ না নিয়ে হাঁটা দেন ড্রেসিং রুমের পথে। এজন্য অবশ্য তরুণ সতীর্থকে দায় দিচ্ছেন না কলকাতা অধিনায়ক।
“সে (আঙ্কৃশ) নিশ্চিত ছিল না। সে বলছিল, আম্পায়ার্স কল হতে পারে। আমিই ঝুঁকি নিতে চাইনি। নিজেও নিশ্চিত ছিলাম না। এটাই ছিল আমাদের আলোচনা।”
উইকেট এ দিন খুব সহজ ছিল না ব্যাটিংয়ের জন্য। তবে ১১২ রান তাড়া করতে না পারার কারণ হিসেবে সেটিকে তুলে ধরছেন না রাহানে। নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথাই আবার বললেন কলকাতা অধিনায়ক।
“উইকেট খুব সহজ ছিল না (ব্যাটিংয়ের জন্য)। তবে ১১১ রান অবশ্যই তাড়া করা উচিত ছিল। আমরা খুবই বাজে ব্যাট করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে পুরো দায় আমরা নিচ্ছি। বোলাররা খুবই ভালো করেছে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এই রানে আটকে রেখে।”
“আমরা যখন ব্যাট করছিলাম, সোজা ব্যাটে খেলা উচিত ছিল ব্যাটের মুখ পুরোপুরি প্রদর্শন করে। সুইপ খেলা এই উইকেটে কঠিন। তাই বলকে ব্যাটে আসতে দেওয়া উচিত ছিল। তাড়না দেখানো জরুরি ছিল অবশ্যই, তবে ক্রিকেটিং শট খেলেই। আমরা বেশ এলোমেলো ছিলাম, দায় আমাদেরই নিতে হবে।”
হতাশার কথা বারবারই উঠে আসছিল রাহানের কণ্ঠে। তবে অধিনায়ক হয়ে তো ভেঙে পড়লে চলে না। নিজেদের সামলে নিয়ে সামনে তাকানোর আশা করছেন তিনি।
“এই মুহূর্তে আমার মাথায় অনেক বেশি কিছুই চলছে। খুবই হতাশাজনক… এই রান তাড়া করা খুবই সহজ ছিল… ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছে।”
“এর পরও ইতিবাচক থাকতে হবে। আসরের অর্ধেক এখনও বাকি। দল হিসেবে ইতিবাচক থাকতে হবে ও ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে। তবে ভুলগুলিও শোধরাতে হবে এবং সামনে এগোতে হবে।”
সাত ম্যাচে তিন জয় ও চার পরাজয়ে এখন পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা।