আইপিএল
১১২ রানের লক্ষ্য তাড়ায় অষ্টম ওভারে ২ উইকেটে ৬২ রানের দৃঢ় ভিতে থাকার পরও জিততে পারল না কলকাতা নাইট রাইডার্স।
Published : 15 Apr 2025, 11:48 PM
এই ম্যাচও হারল কলকাতা নাইট রাইডার্স! ১১২ রানের লক্ষ্য তাড়ায় অষ্টম ওভারে ২ উইকেটে ৬২ রানের দৃঢ় অবস্থানে থাকার পরও জিততে পারল না দলটি। তাদের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে আইপিএলে রেকর্ড গড়ল পাঞ্জাব কিংস।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বনিম্ন রান নিয়ে জয়ের কৃতিত্ব এখন পাঞ্জাবের। ১১১ রানের পুঁজি নিয়ে কলকাতাকে তারা গুটিয়ে দিয়েছে কেবল ৯৫ রানে।
আইপিএলে এর আগে সবচেয়ে কম রান নিয়ে জয়ের কৃতিত্ব ছিল চেন্নাই সুপার কিংসের। ২০০৯ সালে ডারবানে সেই সময়ের কিংস ইলেভেন পাঞ্জাবকে তারা হারিয়েছিল ১১৬ রানের পুঁজি নিয়ে।
এমওয়াইএস আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার পাঞ্জাবের ১৬ রানে জয়ের নায়ক ইউজভেন্দ্রা চেহেল ও মার্কো ইয়ানসেন। ভারতীয় রিস্ট স্পিনার চেহেল ২৮ রানে নিয়েছেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার পেসার ইয়ানসেন ৩ উইকেট নিয়েছেন ১৭ রানে।
আঙকৃশ রাঘুভানশির বিস্ফোরক ব্যাটিংয়ে অষ্টম ওভারে কলকাতার রান ছিল ২ উইকেটে ৬২। দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানেকে (১৭) এলবিডব্লিউ করে ৫৫ রানের জুটি ভাঙেন চেহেল।
এরপরই বদলে যায় খেলার চিত্র। ১৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় কলকাতা।
সর্বোচ্চ ৩৭ রান করা রাঘুভানশিকেও ফেরান চেহেল। তার অন্য দুই শিকার রিঙ্কু সিং ও রামানদিপ সিং।
চেহেলের এক ওভারে এক চার ও দুই ছক্কায় ১৬ রান নিয়ে লড়াইয়ের আশা জাগান আন্দ্রে রাসেল। তবে তাকে বিদায় করে কলকাতার ইনিংসের ইতি টানেন ইয়ানসেন।
এর আগে নিয়মিত উইকেট হারিয়ে ১৬ ওভারেই গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস। দুই ওপেনার প্রাভসিমরান সিং (১৫ বলে ৩০) ও প্রিয়ানশ আরিয়া (১২ বলে ২২) ছাড়া দলটির আর কেউ যেতে পারেননি বিশের ঘরে।
তবে সবার ছোট ছোট অবদানেই লড়াইয়ের পুঁজি পায় পাঞ্জাব।
গত বছর ইডেন গার্ডেন্সে দুই দলের লড়াইয়েও হয়েছিল রেকর্ড। সেবার আইপিএলে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জিতেছিল পাঞ্জাব। কলকাতার ২৬১ রান পেরিয়ে গিয়েছিল ৮ বল বাকি থাকতে।
এর প্রতিশোধ নিতে তো পারেইনি, উল্টো বিব্রতকর রেকর্ড সঙ্গী হলো কলকাতার।
নিজেদের আগের ম্যাচে ২৪৫ রানের পুঁজি নিয়েও হেরে যাওয়া পাঞ্জাব এবার জিতল ১১১ রান করেই!