আইপিএল
অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের বদলি হিসেবে আয়ুশ মাত্রেকে দলে নিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
Published : 14 Apr 2025, 03:37 PM
মেগা নিলামে দল না পেলেও আইপিএলে খেলার দরজা ঠিকই খুলে গেছে আয়ুশ মাত্রের। লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়া ভারতীয় ব্যাটসম্যানকে দলে যোগ করেছে চেন্নাই সুপার কিংস।
কনুইয়ের চোটে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তার বদলি হিসেবে ১৭ বছর বয়সী আয়ুশকে দলে টেনেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের স্বাদ না পাওয়া আয়ুশ গত নভেম্বরের আইপিএল মেগা নিলামে নাম দেন। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। কিন্তু নিলামে এই তরুণকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
পরের মাসেই লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড গড়ে আলোচনার জন্ম দেন আয়ুশ। এই সংস্করণে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দেড়শ ছোঁয়ার ইনিংস খেলার কীর্তি গড়েন তিনি।
ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজায় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে ১৮১ রান করেছিলেন মুম্বাইয়ের ব্যাটসম্যান আয়ুশ। ১১ ছক্কা ও ১৫ চারে সাজানো ১১৭ বলের ইনিংসটি খেলার দিন তার বয়স ছিল ১৭ বছর ১৬৮ দিন।
গত অক্টোবরে পেশাদার ক্রিকেটে পথচলা শুরু করা আয়ুশ এখন পর্যন্ত সাতটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৬৫.৪২ গড়ে করেছেন ৪৫৮ রান। তার নামের পাশে দুই সেঞ্চুরির সঙ্গে ফিফটি একটি। সমান সেঞ্চুরি ও ফিফটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সাদা পোশাকে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে তার গড় ৩১.৫০।
চলতি আইপিএলে খুবই বাজে সময় কাটাচ্ছে চেন্নাই। ৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত কেবল একটি জিততে পেরেছে তারা। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
হতাশার মৌসুমে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর আশায় আছে চেন্নাই। আসরে তাদের পরের ম্যাচে সোমবার, প্রতিপক্ষ লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।