আইপিএল
চোট কাটিয়ে মাঠে ফিরছেন দলটির ভারতীয় পেসার মায়াঙ্ক ইয়াদাভ।
Published : 14 Apr 2025, 10:22 PM
মাঠে ফেরার অপেক্ষা অবশেষে শেষ হতে যাচ্ছে মায়াঙ্ক ইয়াদাভের। শিগগিরই লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে দেখা যাবে ভারতের গতিময় এই পেসারকে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন ২২ বছর বয়সী মায়াঙ্ক। লাক্ষ্ণৌর পরের ম্যাচেই তাকে দেখা যেতে পারে।
ঘরের মাঠে সোমবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে লাক্ষ্ণৌ। আসরে তাদের পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে, আগামী শনিবার।
গণমাধ্যমের খবর, স্ট্রেসজনিত চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে ছিলেন মায়াঙ্ক। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে দলের বাইরে আছেন তিনি।
আইপিএলে এখন পর্যন্ত মায়াঙ্ককে না পাওয়া লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জন্য বড় শূন্যতা। গত আইপিএলে ২০ লাখ রুপি পারিশ্রমিক পাওয়া ফাস্ট বোলারকে এবার ১১ কোটি রুপিতে ধরে রাখে দলটি।
ভারতীয় ফ্র্যাঞ্চাইজির গত আসরে লাক্ষ্ণৌর হয়ে খেলতে নেমে ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটেরই নজর কাড়েন মায়াঙ্ক। টুর্নামেন্টে নিজের প্রথম দুই ম্যাচেই ম্যান অব দা ম্যাচ হন তিনটি করে উইকেট নিয়ে। ১৫০ কিলোমিটারের বেশি গতিতে টানা বল করে তাক লাগিয়ে দেন তিনি। রাতারাতি হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন। দ্রুতই তাকে জাতীয় দলের ফাস্ট বোলারদের চুক্তিতে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচক কমিটি।
তবে চার ম্যাচ খেলার পরই সাইড স্ট্রেইন নিয়ে আইপিএল থেকে ছিটকে পড়েন মায়াঙ্ক। পরে পুনবার্সনের সময় ভিন্ন আরেক চোট তার ফেরাকে বিলম্বিত করে আরও। সেই ধাক্কা কাটিয়ে উঠে গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। সিরিজের তিনটি ম্যাচ খেলে চার উইকেট শিকার করেন তিনি।
এরপর আবার চোট হানা দিলে মাঠের বাইরে ছিটকে পড়েন মায়াঙ্ক। সেই ধাক্কা কাটিয়ে এবার মাঠের ফেরার দুয়ারে তিনি।
চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা দুই পেসার আভেশ খান, আকাশ ডিপকে আপাতত পাচ্ছে না লাক্ষ্ণৌ। আসরে যথাক্রমে পাঁচটি ও তিনটি ম্যাচ খেলেছেন তারা। চোটের ছোবলে পুরো আসরই শেষ হয়ে গেছে আরেক পেসার মহসিন খানের। তার বদলি হিসেবে সুযোগ পেয়ে ভালোই করছেন শার্দুল ঠাকুর। মায়াঙ্ককে ফিরে পেলে দলটির শক্তি বাড়বে আরও।
এখন অবধি আসরে ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লাক্ষ্ণৌ।