“এসলাসে এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মত নয়।”
Published : 16 Apr 2025, 10:44 AM
পাবনায় আদালতে মামলার হাজিরা দিতে এসে এজলাসে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে বলে আদালত পুলিশের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) রাশেদুল ইসলাম জানান।
আটকরা হলেন- ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওয়াল কবির, ছাত্রদল নেতা সরোয়ার জাহান শিশির, ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কালাম খান, ঈশ্বরদী পৌরসভার ৪ নস্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কর্মী জহুরুল ইসলাম ডালিম ও সবুজ হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ের একটি নাশকতা মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেই মামলায় আসামিরা হাজিরা দিতে এসেছিলেন। শুনানি চলা অবস্থায় তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দেন।
এতে ‘ক্ষিপ্ত’ হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করেন তারা। এ সময় আদালতের আইনজীবী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে আদালতের শুনানি শেষে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করা হয়।
আদালত পুলিশের পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার বলেন, “আদালতের এসলাসে এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মত নয়।
“বিএনপির কেউ যদি সত্যিই এমন ঘটনা ঘটিয়ে থাকে, তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”