স্প্যানিশ ফুটবল
কিলিয়ান এমবাপের ওভাবে মেজাজ হারানোর পেছনের কারণও জানালেন রেয়াল মাদ্রিদের সহকারী কোচ।
Published : 14 Apr 2025, 02:16 PM
মাঠে নিজের দলের বিরুদ্ধে যাওয়া কোনো সিদ্ধান্তে প্রায় সময়ই অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় কোচদের। আলাভেসের বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপের বহিষ্কার হওয়ার বিষয়ে অবশ্য সেই পথে হাঁটলেন না রেয়াল মাদ্রিদের সহকারী কোচ দাভিদে আনচেলত্তি। কোনোরকম দ্বিধা না করে তিনি বললেন, ‘ওটা পরিষ্কার লাল কার্ড ছিল।’
চলতি মৌসুমে পারফরম্যান্সের অধারাবাহিকতায় ভুগছে রেয়াল মাদ্রিদ। গত সপ্তাহে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে হারের পর, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে বিধ্বস্ত হয় মাদ্রিদের দলটি। জয়ের পথে ফেরার লক্ষ্যে নেমে লিগ টেবিলের নিচের দিকের দল আলাভেসের মাঠেও রোববার কঠিন পরীক্ষা দিতে হলো তাদেরকে।
৩৪তম মিনিটে এগিয়ে যাওয়ার চার মিনিটের মাথায় আন্তোনিয়ো ব্লাঙ্কোকে মারাত্মক ফাউল করে বহিষ্কার হন এমবাপে। শুরুতে অবশ্য হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান তিনি।
বাকিটা সময় একজন কম নিয়ে অনেক লড়াই করে ১-০ গোলে জয় পায় তারা। প্রধান কোচ কার্লো আনচেলত্তির নিষেধাজ্ঞায় এই ম্যাচে রেয়ালের ডাগআউটে দায়িত্বে ছিলেন তার ছেলে দাভিদে আনচেলত্তি। এমবাপের অমন হঠকারিতায় হাত ছুঁড়ে হতাশা প্রকাশ করেন তিনি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনেও খুব স্বাভাবিকভাবে উঠল ম্যাচের সবচেয়ে আলোচিত প্রসঙ্গটি। রেফারির সিদ্ধান্ত শতভাগ ঠিক ছিল বলেই মন্তব্য করেন দাভিদে।
“(ওই ঘটনার পর) এখনও তার (এমবাপে) সঙ্গে আমার কথা হয়নি। কিলিয়ান উগ্র ছেলে নয়; সে কী করেছে সেটা বুঝতে পেরেছে এবং সে ক্ষমাও চেয়েছে। ওটা পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল এবং সে ফল ভোগ করেছে।”
“(ওই ঘটনার আগে) তাকে অনেকবার উত্যক্ত করা হয়েছিল, তারই ফলশ্রুতিতে সে ওভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, যা ঠিক নয়। আমি তার আচরণকে সমর্থন করছি না, কিন্তু এমনটাই আসলে ঘটেছে।”
টিভির পর্দায় দেখা যায়, রেয়াল মাদ্রিদের বেঞ্চের খেলোয়াড়রা দেখাচ্ছিলেন কীভাবে লাথি মেরেছেন এমবাপে। এতে ব্লাঙ্কোর পা ভেঙেও যেতে পারতো।
ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার লাল কার্ড দেখলেন এমবাপে। আগের তিনবার দেখেছিলেন পিএসজির জার্সিতে।
কষ্টের জয়ে ৩১ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
কষ্টের জয়ের মাঝে আর্সেনালকে হারানোর আত্মবিশ্বাস পাচ্ছে রেয়াল মাদ্রিদ