বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি, বলছে পুলিশ।
Published : 15 Apr 2025, 11:51 PM
গাইবান্ধা-২ আসনের সাবেক সংস সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর দিনাজপুরে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর শহরের ঈদগা আবাসিক এলাকায় বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
সারোয়ার কবীরের বিরুদ্ধে গাইবান্ধায় দুটি মামলা থাকার তথ্য দিয়ে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, তিনি মার্চ মাস থেকে তার বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সারোয়ার গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
ওই নির্বাচনে গাইবান্ধা-২ আসনে আওয়ামী লীগের তিনবারের এমপি মাহবুব আরা বেগম গিনিকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছিল জাতীয় পার্টির নেতা আব্দুর রশিদ সরকারকে। তবে রশিদকে হারিয়ে এমপি হন স্বতন্ত্র প্রার্থী সারোয়ার কবীর। ২০১৯ সালে তিনি রশিদকে হারিয়েই উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন।