স্প্যানিশ ফুটবল
ব্যাকফুটে থেকেই লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছেন কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তি।
Published : 14 Apr 2025, 02:59 PM
কঠিন সময়ে অবনমনের শঙ্কায় থাকা একটা দলের বিপক্ষেও ভীষণ ভুগতে দেখা গেল রেয়াল মাদ্রিদকে। দলটির জন্য যা মোটেও সুখকর কিছু নয়। তবে, আর্সেনালের বিপক্ষে আসছে অগ্নিপরীক্ষার আগে কষ্টার্জিত এই জয়ের মাঝেই ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন দলটির সহকারী কোচ দাভিদে আনচেলত্তি।
লা লিগায় আলাভেসের মাঠে রোববার কিলিয়ান এমবাপে বাজে ফাউল করে লাল কার্ড দেখায় প্রায় এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় রেয়ালকে। তার আগেই করা এদুয়ার্দো কামাভিঙ্গার একমাত্র গোলটি আগলে রেখে জয় পায় দলটি।
লিগ টেবিলের ১৭ নম্বর দলটির বিপক্ষে এতটা ভুগতে হওয়ায় অবশ্য অবাক হওয়ার কিছু দেখছেন না দাভিদে আনচেলত্তি। আলাভেস যে তাদের কঠিন পরীক্ষায় ফেলবে, সেটা নাকি তারা আগেই ধারণা করেছিলেন।
“এই জয় আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা জানতাম, লড়াইটা সহজ হবে না। ম্যাচে যা কিছু (এমবাপের লাল কার্ড) হয়েছে, তা আমাদের কাজটা আরও কঠিন করে তোলে। তবে আগামী বুধবার আমরা যা করতে চাই, সেজন্য এই জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।”
এই জয়ের পর লিগ টেবিলে এখনও বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে রেয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
গত সপ্তাহে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে হারের তিন দিন পর, চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে ধরাশায়ী হয় রেয়াল মাদ্রিদ। লন্ডনের ক্লাবটির মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ওই পরাজয়ে ইউরোপ সেরার টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে গেছে তারা।
প্রধান কোচ কার্লো আনচেলত্তির নিষেধাজ্ঞায় আলাভেস ম্যাচে রেয়ালের ডাগআউটে দায়িত্বে ছিলেন তার ছেলে দাভিদে আনচেলত্তি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি দৃঢ়কণ্ঠে জানান, অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠতে তার দল প্রস্তুত।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে কোনটি জেতা সহজ, এমন প্রশ্নে দাভিদে আনচেলত্তি বলেন, “দুটিই কঠিন এবং আমরা দুটিই জেতার চেষ্টা করব।”
“আমরা জানি, এজন্য আমাদের দলে যে মান আছে তা কেবল থাকলেই হবে না, এটা আমাদের অর্জন করতে হবে এবং কিছু বিষয় ভালোভাবে হতে হবে। তবে আমরা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সর্বোচ্চ চেষ্টা করব, এ বিষয়ে সবার বিশ্বাস আছে।”
আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে রেয়াল মাদ্রিদ ও আর্সেনালের লড়াইয়ের ফিরতি লেগ।