সতীর্থদের নিয়ে নববর্ষের র্যালিতে অংশ নিতে পেরে দারুণ খুশি বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার আফঈদা খাতুন।
Published : 14 Apr 2025, 05:52 PM
নতুন বাংলা বছরের উদযাপনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আফঈদা, স্বপ্না, মুনকি, রিপা, আইরিনদের সুযোগ হলো র্যালিতে অংশ নেওয়ার। বিশেষ উপলক্ষটা আনন্দ-উল্লাসে কাটালেন তারা।
র্যালিতে ভিড়ের মধ্যেও সমর্থকদের উদ্দেশে খেলোয়াড়দের হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। বাদ্য-বাজনার তালে তাল মিলিয়ে দেন করতালি।
এবারই প্রথম র্যালিতে অংশ নেওয়ার সুযোগ হলো আফঈদার। আয়োজন, সতীর্থদের সাথে উদযাপন দারুণ লেখেছে তার।
“এর আগে কখনও নববর্ষের র্যালিতে অংশ নেইনি। এবারই প্রথম সতীর্থদের সাথে র্যালিতে গিয়েছিলাম শাহবাগে। হৈ-হুল্লোড় করেছি, ছবি তুলেছি, মজা করেছি। দারুণ লেগেছে। ভিন্ন রকম পহেলা বৈশাখ পালন করলাম আমরা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন।”
প্রথমবারের মতো এই উদযাপনের অংশ হওয়ার আনন্দ সঙ্গী ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপারও।
“সবাইকে নববর্ষের শুভেচ্ছা। প্রথমবারের মতো এখানে এসে খুব উদযাপন করছি, আমরা সবাই খুশি।”