ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা পিকআপের সামনের অংশ কেটে নিহতদের লাশ উদ্ধার করেন।
Published : 24 Oct 2023, 09:48 AM
গোপালগঞ্জ সদর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাছবাহী পিকআপের চালকসহ দুই জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শরিফুল ইসলাম।
নিহতরা হলেন- পিকআপ চালক শফিক (২৫) ও মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৫)। শফিক কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে এবং লায়েক শেখ একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।
ওসি শরিফুল বলেন, ঢাকা খুলনা মহাসড়কের মেরী গোপীনাথপুর এলাকায় মঙ্গলবার ভোরের দিকে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ ভর্তি একটি পিক আপ এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনা আগামী জিএস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসা ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। “ঘটনাস্থলেই পিকআপের ২ জন নিহত হন। ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা পিকআপের সামনের অংশ কেটে তাদের লাশ উদ্ধার করেন।”
সকালে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।