পুলিশ কর্মকর্তা মামুন জানান, সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
Published : 30 Nov 2023, 08:48 AM
গোপালগঞ্জের কাশিয়ানীতে খাল থেকে এক ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ভ্যানচালক রাতে খালে মাছ ধরতে গিয়েছিলেন।
মঙ্গলবার সকালে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি চরপাড়া গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
২৫ বছরের বিল্লাল কাজী ওই গ্রামের খায়ের কাজীর ছেলে। দিনে ভ্যান চালালেও বিল্লাল প্রায়ই রাতে খালে মাছ ধরতে যেতেন।
পুলিশ কর্মকর্তা মামুন জানান, সোমবার গভীর রাত ২টার দিকে বিল্লাল কাজী তার চাচাতো ভাই রাহের কাজীর সঙ্গে মাছ ধরতে যান। ভোরের দিকে চাচাতো ভাই বাড়ি ফিরে এলেও মাছ ধরতে রয়ে যান বিল্লাল।
মঙ্গলবার সকালে খালের পানিতে বিল্লালের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে রামদিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা মামুন আরও জানান, সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। কীভাবে বিল্লালের মৃত্যু হয়েছে তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]