কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে মারধর, সড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় অবরোধ করায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2023, 05:46 PM
Updated : 8 March 2023, 05:46 PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের অভিযোগ তুলে আরেকটি পক্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

এর প্রতিবাদে বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় অবরোধ করেন সংগঠনের নেতাকর্মীরা।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে যান কুমিল্লার পুলিশ সুপার মো. আব্দুল মান্নান। বৃহস্পতিবার সকালের আগেই হামলায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

কথিত ধূমপানমুক্ত ও রাজনীতিমুক্ত এই বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক এই সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করেছে।

কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহু পুরনো কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এ ছাড়া এক সহকারী প্রক্টরের সঙ্গে অসদাচরণের অভিযোগ দুই ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী বলেন, বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আল-আমিন স্টোরের সামনে মারধরের ঘটনা ঘটে।

মারধরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী হৃদয় এবং বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান আহত হন বলে তিনি অভিযোগ করেন।

আহত তিনজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজের অনুসারী।

ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস ও তার অনুসারীরা ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তার করে আসছিলেন।

কেন্দ্রীয় ছাত্রলীগ নতুন কমিটি গঠনের লক্ষ্যে এরই মধ্যে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে। এ অবস্থায় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির আগের কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই এলাহীর সমর্থকরা পদ পেতে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রলীগে কোণঠাসা হয়ে পড়ায় রেজার অনুসারীরা ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের সংগঠনের ব্যানারে গত বছর থেকে নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে।

নতুন কমিটি গঠন হবে – এমন খবরে রেজার অনুসারীরা নিজেদের আধিপত্য দেখানোর চেষ্টা করছে। তারাই বুধবার ওই তিনজনের উপর হামলা করে বলে জানান ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী।

হামলার শিকার ছাত্রলীগ নেতা সালমান চৌধুরীর অভিযোগ, বুধবার দুপুরে আল-আমিন স্টোরের সামনে গেলে মুক্তিযুদ্ধ মঞ্চের সেক্রেটারি ও হত্যা মামলার আসামি বিপ্লব চন্দ্র দাস আমাকে ডাক দিয়ে বলে – ‘তুই বহিষ্কৃত’।

“তোর ক্যাম্পাসে কী? তখন অর্থনীতি অষ্টম ব্যাচের কাওসার আমাকে ঘুষি মারে এবং দোকান থেকে লাঠি নিয়ে মারধর করে।”

এ বিষয়ে জানতে বিপ্লব চন্দ্র দাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। এরপর দ্রুত পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি।

“এখন পরিস্থিতি শান্ত রয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। বিষয়টি পুলিশ দেখছে।”

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, পুলিশ সুপারের আশ্বাসে ছাত্ররা অবরোধ তুলে নিয়ে নিয়েছে।

এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। মারধরের ঘটনাটি তদন্ত করে দেখছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।