Published : 28 Oct 2022, 05:24 PM
বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে রংপুরে শুরু হওয়া ৪৮ ঘণ্টার বাস ধর্মঘটের প্রভাব পড়ছে ঠাকুরগাঁওয়ের যাত্রীদের উপর।
শুক্রবার সকাল থেকে জেলার ছেড়ে যাওয়া বাসগুলো নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত যাচ্ছে; পরে তাদেরকে বিকল্প যানবাহনে করে রংপুর যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
ঠাকুরগাঁও পৌরসভার পরিষদপাড়ার বাসিন্দা ভোলানাথ বর্মন। তার পায়ে ব্যাথা। যাচ্ছেন রংপুরে চিকিৎসক দেখাতে। কিন্তু ঠাকুরগাঁও বাস টার্মিনালে এসে দেখেন এখান থেকে কোনো বাস সরাসরি রংপুর যাচ্ছে না।
তাই দুর্ভোগ আর ভোগান্তির মধ্যে পড়া ভোলানাথের মতো আরও অসংখ্য যাত্রী বাস টার্মিনালে অপেক্ষা করছিলেন।
তবে ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া বাসগুলো গিয়ে থামছে সৈয়দপুরের রাবেয়া মোড় পর্যন্ত। তাই উপায় না পেয়ে সৈয়দপুর পর্যন্ত বাসে করে যাচ্ছেন যাত্রীরা। এরপর ছোট ছোট যানবাহনে করে যাচ্ছেন রংপুরে।
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবির কথা উল্লেখ করে রংপুর জেলা বাস মালিক সমিতি শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে। এ কারণে ঠাকুরগাঁও জেলা থেকে রংপুরে কোনো বাস যাচ্ছে না। তবে চলাচল করছে মাইক্রোবাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন।
দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও বাস টার্মিনালে কথা হয় সিরাজুল ইসলামের সঙ্গে।
তিনি বলেন, “রংপুরে আমার শ্বশুরবাড়ি। হঠাৎ করে শাশুড়ী খুব অসুস্থ হয়ে পড়েছেন। তাই মা, স্ত্রী ও দুই বাচ্চাকে নিয়ে রংপুর যাওয়ার জন্য বাস টার্মিনালে এসেছি। কিন্তু এখান থেকে রংপুরে কোনো বাস যাচ্ছে না। জানতে চাইলে তারা জানায়, রংপুরে নাকি ধর্মঘট চলছে। ভোগান্তিতে পড়েছি।”
নূর হোসেন নামে আরেক যাত্রী বলেন, “গতকাল রংপুর থেকে ঠাকুরগাঁও এসেছি ব্যবসার কাজে। দুপুরে রংপুর ফেরার জন্য ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলাম। কিন্তু বাস রংপুরে যাচ্ছে না। বাসগুলো যাচ্ছে সৈয়দপুরের রাবেয়া মোড় পর্যন্ত। তাই রাবেয়া মোড় পর্যন্ত যাওয়ার জন্য বাসে উঠলাম। এরপর সেখান থেকে অন্য কোনো যানবাহনে করে রংপুরে যেতে হবে। এটা চরম ভোগান্তি আমাদের জন্য।”
ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর রুটে প্রতিদিন ১৫টি বাস চলাচল করে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত সাতটি বাস চলছে।
ঠাকুরগাঁও জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ বলেন, “ধর্মঘট থাকার কারণে রংপুরে বাস চলাচল করছে না। তবে মাইক্রোবাস ও প্রাইভেটকার চলাচল করছে।”
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু বলেন, “রংপুর জেলা বাস মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। তারা আমাদেরকে চিঠিও দিয়েছে। তাই কোনো মালিক ঝুঁকি নিয়ে রংপুরে বাস ছাড়তে ইচ্ছুক নয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রংপুর বাদে অন্যান্য রুটে আমাদের বাস চলাচল করবে।”
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও জেলা থেকে পঞ্চগড়, দিনাজপুর ও সৈয়দপুরের রাবেয়া মোড় পর্যন্ত বাস চলাচল করছে। এ ছাড়া ঠাকুরগাঁও জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে।
“এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে জানি, কিন্তু আমাদেরও তো কিচ্ছু করার নেই।”
আরও পড়ুন:
গাইবান্ধা থেকে বিকল্প বাহনে রংপুর যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
বিএনপির সমাবেশ: এবার রাজশাহী থেকে রংপুরের বাস বন্ধের ঘোষণা
বিএনপির সমাবেশের আগে রংপুরে বাস বন্ধ, ভোগান্তি
রংপুরে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের ডাক