মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মেয়র পদ থেকে যেসব কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
Published : 21 Dec 2022, 11:51 PM
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের জাহাঙ্গীর আলমের মেয়র পদে ফেরার গুঞ্জন তার সমর্থকদের মধ্যে শুরু হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের এক কথায়।
বুধবার গাজীপুরের মৌচাকে জাতীয় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্পের অনুষ্ঠানে সাংবাদিকরা জাহাঙ্গীরের বিষয়ে তাকে প্রশ্ন করেন।
তাজুল বলেন, তাকে তো মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়নি; সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত যেসব কারণে করা হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে। সময়ের ব্যবধানে এ বিষয়ে বলা যাবে।
এরপর জাহাঙ্গীর সমর্থকরা বলছেন, এর মধ্য দিয়ে তার মেয়র পদে ফেরার ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।
এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।
২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন।
ওই বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়। ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় তার বিরুদ্ধে সতটি মামলা হয়। এসব মামলায় জাহাঙ্গীর আলম হাই কোর্টের আগাম জামিনে আছেন।