Published : 28 Nov 2022, 05:01 PM
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা।
এবারও পাস ও জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।
সোমবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুঞ্জুর রহমান খান জানান, এবার পাস করেছে ৮৫ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী; যা গত বছর ছিল ৯৪ দশমিক ৭১ শতাংশ। পাশের হারের দিক দিয়ে গত সাত বছরের সর্বনিম্ন ফলাফল এটি।
আর এবার জিপিএ ৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী; যা গত বছর ছিল ২৭ হাজার ৭০৯ জন। আর জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়ে গত সাত বছরের এবার সর্বোচ্চ।
তিনি আরও জানান, এবার মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ২৩ হাজার ৩৭৫ ছাত্রী। আর ছেলেদের পাশের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ। ছেলেরা জিপিএ ৫ পেয়েছে ১৯ হাজার ১৪২ জন।
মুঞ্জুর রহমান খান বলেন, এবার দুই হাজার ৬৭৮ স্কুল থেকে এক লাখ ৯৫ হাজার ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৬৭ হাজার ৫৮১ জন। তবে এবার দুটি স্কুল থেকে কেউ পাস করেনি।
তিনি আরও বলেন, এবার কমেছে শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা। এবার শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা ১৪৭; যা গতবার ছিল ৩৯৮টি।
নানা দুর্বিপাকে বিলম্বিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী, যা গতবারের চেয়ে কম।
দীর্ঘ অপেক্ষার পর স্কুলের গণ্ডি অতিক্রম করা এই শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৫ দশমিক ৪৬ শতাংশ।
এই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৬ হাজার ২৬২ জন।
গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল রেকর্ড ৯৩ দশমিক ৫৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে তার কার্যালয়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিকতা সারেন।
আরও পড়ুন:
মাধ্যমিকে পাসের হার কমে ৮৭.৪৪%
এসএসসি: কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫
এসএসসিতে দেশসেরা যশোর বোর্ড, জিপিএ ৫ বেড়েছে দ্বিগুণ
এসএসসি: ময়মনসিংহে পাসের হার ৮৯.০২%